জিরো পয়েন্ট নিউজ – সুমিত ঘোষ, মালদা, ২৬ অগাষ্ট ২০২১:
বেআইনি ব্রাউন সুগার সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। বুধবার গভীর রাতে ইংরেজবাজার থানার গৌড় এলাকায় হানা দিয়ে ওই দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম কালাম শেখ এবং হাসান শেখ। তাদের দুজনেরই বাড়ি কালিয়াচক থানা এলাকায়। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ২৬০ গ্রাম ব্রাউন সুগার। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইংলিশ বাজারের গৌড় এলাকায় হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়।