জিরো পয়েন্ট নিউজ – সঞ্জয় ব্যানার্জী, মেমারি, ১৪ জানুয়ারি ২০২৫ :
মঙ্গলবার বৈকাল ৪ টে নাগাদ পূর্ব বর্ধমান জেলা মেমারি থানার অন্তর্গত তাতারপুর রেললাইন সংলগ্ন এলাকা থেকে একটি দেহ উদ্ধার করে মেমারি থানার পুলিশ। পরিবার সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম বিরু মান্ডি, বয়স আনুমানিক ৫৬ বছর। পৌষ পার্বণ উৎসব উপলক্ষে অতিরিক্ত মদ্যপান করে সকাল ৬-৩০ নাগাদ বাড়ি থেকে বেড়িয়ে যায় পার্শ্ববর্তী মাঠে।
স্থানীয় সূত্রে খবর এদিন সকালে মদ্যপান অবস্থায় স্ত্রীর সাথে ঝগড় করে বাড়ি থেকে বেড়িয়ে যায় বিরু মান্ডি। পরে বৈকালে তাঁকে রেললাইন সংলগ্ন মাঠের ধারে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেথে বাড়িতে খবর দেওয়া হয়। মেমারি থানার পুলিশ খবরে পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়।
দেহ উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করে। গোটা ঘটনার তদন্তে নেমেছে মেমারি থানার পুলিশ। স্থানীয়দের ধারনা অতিরিক্ত মদ্যপানের ফলে এই মৃত্যু।