26/04/2024 : 10:43 AM
আমার বাংলাকান্দিদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

জনসংযোগ তৈরি করতে কালীপুজো উদ্বোধনে জেলা পুলিশ সুপার

জিরো পয়েন্ট নিউজ – রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ১৫ নভেম্বর, ২০২০:


পুলিশের সঙ্গে জন সংযোগ তৈরি করতে এবার কালীপুজো উদ্বোধনে মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কে সবরী রাজ কুমার । শনিবার কালীপুজো সন্ধ্যায় কান্দি থানাতে কান্দি থানা পাড়া সার্বজনীন কালীপুজো শুভ উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কে সবরী রাজ কুমার, অতিরিক্ত পুলিশ সুপার অনিস সরকার, কান্দি মহকুমা আরক্ষা আধিকারিক সানী রাজ কুমার, কান্দি পৌরসভার প্রশাসক অপুর্ব সরকার ও কান্দি থানা আইসি অরুপ রায় ।

এদিনের এই কালীপুজো উদ্বোধন অনুষ্ঠান মঞ্চ থেকে কান্দি মহকুমা বিশিষ্ট শিক্ষক রত্ন পুরস্কারে ভুষিত গৌতম কুমার চ্যাটার্জী কে বিশেষ সম্বর্ধনা তুলে দেওয়া হয়। অন্যদিকে, দরিদ্র সাধারণ মানুষদের কে শীতবস্ত্র বিতরন করা হয়, পাশাপাশি কৃতি ছাত্র ও ছাত্রীদের বিশেষ সম্বর্ধনা দেওয়া হয়। সম্বর্ধনা তুলে দেওয়া হয় কান্দি শহরের বিভিন্ন সময়ে মানুষের পাশে কাজ করা বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার হাতে।

কোভিড সংক্রমণ মধ্যে এবছর কালীপুজো ছোট ভাবে পরিচালনা করলেও কালীপুজো কে কেন্দ্র করে সাধারন মানুষ ও পুলিশ দুরত্ব খোজাতে পুলিশ ও জনতা জনসংযোগ তৈরি করা হয়।

মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কে সবরী রাজ কুমার জানান।

Related posts

কালনায় বধূহত্যাঃ দোষীদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি মহিলাদের

E Zero Point

পুলিশের সহায়তায় ফিরে পেলেন হারিয়ে যাওয়া টাকা

E Zero Point

করোনা মোকাবিলায় ১ লক্ষ টাকা অনুদান আইনজীবী সংগঠনের

E Zero Point

মতামত দিন