07/12/2022 : 8:33 AM
BREAKING NEWS
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক যুবক বর্ধমানে

জিরো পয়েন্ট নিউজ – সুজিত দত্ত, বর্ধমান, ১৫ নভেম্বর ২০২২:


মঙ্গলবার বর্ধমান স্টেশন সংলগ্ন গুড সেড রোড থেকে এক সন্দেহ ভাজন ব্যাক্তিকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ। ধৃত যুবকের নাম আলী হোসেন। সে আসামের বাসিন্দা বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তার কাছ থেকে একটি ওয়ান শটার বন্দুকও পাওয়া গেছে বলে জানিয়েছে বর্ধমান থানার পুলিশ।

ধৃত ওই ব্যাক্তি কি উদ্দেশ্যে আসাম থেকে বর্ধমানে এসেছিল এবং এখানে তার কোন লিঙ্কম্যান আছে কিনা তা তদন্ত করতে ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করে আদালতে পাঠালে বিচারক ধৃতের সাতদিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন।

পুলিশ জানিয়েছে, ধৃত আলি হোসেন আগ্নেয়াস্ত্র সরবরাহের সঙ্গে যুক্ত। পুলিশ জানিয়েছে ধৃতকে হেফাজতে নিয়ে আসাম থেকে অস্ত্র নিয়ে এসে কাদের সরবরাহ করার উদ্দেশ্য ছিল সেই বিষয়ে তদন্ত করা হবে। পাশাপাশি আগ্নেয়াস্ত্র কারবারের সঙ্গে স্থানীয় আরও কারা যুক্ত রয়েছে তারও তদন্ত চালানো হবে।


Related posts

নিষিদ্ধ অনলাইন লোটো খেলার অভিযোগে মেমারিতে গ্রেপ্তার ৫

E Zero Point

বামেদের নেতাজী জন্মদিবস পালন

E Zero Point

মুর্শিদাবাদে কর্মবিরতি রেখে স্বাস্থ্য কর্মীদের ডেপুটেশন

E Zero Point

মতামত দিন