01/12/2023 : 9:58 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল‍্য পূর্ব বর্ধমানে

জিরো পয়েন্ট নিউজ – সুজিত দত্ত, বর্ধমান, ১৫ নভেম্বর ২০২২:


পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে প্রচুর বোমা উদ্ধার হয় সোমবার রাতে। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। পুলিশ একজনকে গ্রেফতার করেছে। তার নাম সৌমিত্র বাগ। ধৃত আউশগ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে আউশগ্রামের দক্ষিণপাড়ার কাছে সেচখাল থেকে সোমবার রাতে পুলিশ অভিযান চালায়।

সেখানে একটি প্লাসটিকের জারে প্রায় ১৪ টির মত বোমা উদ্ধার হয়। তদন্তে নেমে সূত্র মারফত খোঁজখবর করে সৌমিত্র বাগ নামে একজনকে ওইদিন রাতেই পুলিশ আটক করে।

পুলিশের দাবী, পুলিশি জেরায় ধৃত বোমা মজুতের ঘটনাটি স্বীকার করেছে। এর পরেই আউশগ্রাম থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। কিসের জন্য ধৃত যুবক বোমা মজুত করেছিল এবং এই ঘটনায় আর কেউ বা কারা জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশ ধৃতকে ৭ দিনের পুলিশি হেফাজতে চেয়ে মঙ্গলবার বর্ধমান আদালতে পাঠায়।


Related posts

দুস্থদের হাতে বস্ত্র তুলে দিলেন মা-মেয়ে জুটি

E Zero Point

মেমারি বিধানসভার তৃণমূল প্রার্থীর রোড শো গন্তারে

E Zero Point

১৫ ডিসেম্বর অবধি বহাল কলকাতা পুরসভার প্রশাসকমন্ডলী 

E Zero Point

মতামত দিন