জিরো পয়েন্ট নিউজ – সঞ্জয় ব্যানার্জী, মেমারি, ১৪ জানুয়ারি ২০২৫ :
“সেফ ড্রাইভ, সেভ লাইফ” একটি গুরুত্বপূর্ণ বার্তা যা জীবন রক্ষার জন্য নিরাপদে গাড়ি চালানোর গুরুত্বের উপর জোর দেয়। পথ দুর্ঘটনা আটকাতে ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প চালু করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই সচেতনতার বার্তা নিয়ে ১৪ জানুয়ারি মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে ও মেমারি থানার সহযোগিতায় “সেফ ড্রাইভ, সেভ লাইফ” কর্মসূচীর আয়োজন করা হয়েছিল। মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রীতম বিশ্বাসের তত্বাবধানেও মেমারি ট্রাফিক নোডাল অফিসার নানু দাসের নেতৃত্বে “সেফ ড্রাইভ, সেভ লাইফ পদযাত্রা শুরু হয় মেমারি থানা থেকে।
পদযাত্রাটি চকদিঘী মোড় হয়ে কৃষ্ণবাজার, কলেজ মোড়, জিটি রোড হয়ে মেমারি তারকেশ্বর রোডে জ্ঞানভারতী স্কুলে গিয়ে শেষ হয়। এই পদযাত্রায় থানার আধিকারিক সহ সিভিক ভলেন্টিয়ার, টিএসজি ছাড়াও অংশগ্রহণ করেছিল জ্ঞানভারতী স্কুলের ছাত্রছাত্রীরা।
পদযাত্রা চলাকালীন বিনা হেলমেট পড়ে, এবং কানে মোবাইল নিয়ে কথা বলতে বলতে যারা বাইক চালাচ্ছিল তাদের দাঁড় করিয়ে সচেতন করা হয়। এমনকি সিট বেল্ট না লাগিয়ে গাড়ি চালকদেরও সচেতনতার বার্তা দেওয়া হয়। এদিন জ্ঞানভারতী স্কুলের ক্ষুদে বাচ্চারাও হেলমেট বিহীন বাইক চালকদের দাঁড় করিয়ে অনুরোধ করে, যে হেলমেট পড়ে গাড়ি চালান।