জিরো পয়েন্ট বিশেষ প্রতিবেদন, মেমারি, ১০ জানুয়ারি ২০২৫ :
সরস্বতী পূজা বা বসন্ত পঞ্চমীর সাথে বাঙালি জড়িয়ে অঙ্গাঙ্গিভাবে। ছোটবেলায় আমাদের অনেকেরই আঁকাবাঁকা হাতে অ আ ক খ-তে হাতেখড়ি হয়েছে কোনও এক সরস্বতী পূজার সকালেই। সরস্বতী বন্দনার সঙ্গে মিশে গিয়েছে বই খাতা মায়ের পায়ে জমা দিয়ে ভালো রেজাল্ট প্রার্থনা করা, আর তারপর সারাদিন হৈ হুল্লোড় করে খেলে বেলানোর। হয়তো আমাদের মধ্যে কারও কারও বয়েজ স্কুল বা গার্লস স্কুলের ঘেরাটোপ কাটিয়ে প্রথম প্রেমের হাতেখড়িও হয়েছে কোনও এক সরস্বতী পূজার দিনেই!
আর সেই বয়েজ স্কুল আর গার্লস স্কুলের মাঝের এক গলিতে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সেই আবেগের ৭৫ বছরে পদার্পণ করবে, বিদ্যা এবং সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনার সেই নষ্টালজিক শীতের শেষ পরশের আমেজ মেখে বসন্তকে আবাহন করবে পূর্ব বর্ধমান জেলার মেমারির সুভাষ সংঘের সদস্যরা।
আর মেমারি সোনাপট্টির সুভাষ সংঘের সরস্বতী পুজো মানেই বর্ণাঢ্য় শোভাযাত্রার কার্ণিভাল, যার জন্য অপেক্ষা করে গোটা মেমারিবাসী তথা পার্শ্ববর্তী এলাকার মানুষেরা।
সম্প্রতি “২৫ শে আমরা ৭৫” উপলক্ষে মেমারি সুভাষ সংঘ বাগদেবীর আরাধনার প্রস্তুতিমূলক বিশেষ সভা হয়ে গেল প্রিয়গোপাল বিষয়ী পুজোবাড়ি প্রাঙ্গণে। উক্ত সভায় উপস্থিত হয়েছিল ৯৪ জন। বিশেষ করে মহিলাদের উপস্থিতি,আগ্ৰহ ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সভায় সর্বসম্মতিক্রমে ৭৫ তম বর্ষের কার্যকরী কমিটি গঠিত হয় এবং সংঘের বিভিন্ন কর্মসূচি ও পরিচালনার জন্য ৭ জনের একটি কোর কমিটি গঠন করা হয়। জানা যায় ৭৫ তম বর্ষের যে কোনো বিষয়ে কোর কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত।
গত ২১ ডিসেম্বর আয়োজিত সভায় মেমারি সুভাষ সংঘের কোর কমিটি সদস্যরা হলেন – ডঃ কৃষ্ণপদ বিশ্বাস, দিলীপ বৈরাগ্য, রবীন্দ্রনাথ পাল, রামকৃষ্ণ দাস, বিশ্বরূপ কুমার বৈরাগ্য, সন্তু বিষয়ী ও অনিমেষ দাস। সভায় উপস্থিত সকলের সম্মতিতে এই কোর কমিটর র সদস্যরা দায়িত্ব ভার গ্ৰহন করলো। ৭৫ তম বর্ষের পুজোর কার্যকরী সভাপতিবৃন্দ – শ্রী সন্তু বিষয়ী, সেখ আনিসুল আলম, জয়ন্ত দাস। কার্যকরী সহ সভাপতি বৃন্দ – শ্রী সুখেন বিষয়ী, রামকৃষ্ণ দাস, তারকনাথ চ্যাটার্জী । কার্যকরী সম্পাদক -শ্রী বিশ্বরূপ কুমার বৈরাগ্য । কার্যকরী সহ সম্পাদকবৃন্দ – শ্রী দেবদীপ বিষয়ী, সুদীপ গুঁই , অনিমেষ দাস । কোষাধ্যক্ষ -শ্রী শুভজিৎ দাস। বিঞ্জাপন কমিটির সভাপতি – শ্রী রবীন্দ্রনাথ পাল । সম্পাদক – শ্রী দেবরাজ মন্ডল । বাকি কমিটির নামের তালিকা পরবর্তী সভায় ঠিক করা হবে ।
কর্তৃপক্ষরা জানান এবছর হীরকজয়ন্তীতে মেমারির সুভাষ সংঘের বেনারসী পরিহিত সাবেক নজরকাড়া প্রতিমার রূপ দেখতে পাবেন মেমারিবাসী । প্রতিমা নিরঞ্জন শোভাযাত্রা র প্রধান আকর্ষণ মধ্যপ্রদেশের জব্বলপুরের রাজকুমার ব্রাস ব্যান্ড। প্রতি বছরের মতো এবছরও বর্ণাঢ্য শোভা যাত্রায় থাকবে নানান চমক। এবছর সরস্বতী পূজা ২ রা ফেব্রুয়ারি রবিবার। শোভাযাত্রা হবে ৫ ফেব্রুয়ারি বুধবার, দুপুর ২ ঘটিকা।