12/02/2025 : 11:30 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে ধৃত দুই ডাকাত

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৪ জানুয়ারি ২০২৫ :


সোমবার রাতে মেমারি চোটখন্ডের কাছে শোভনার মোড় এলাকায় সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করছিল ২ জন ব্যক্তি। গোপনসূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং জিজ্ঞাসাবাদে অসঙ্গতি দেখা যায়। জানা যায় তাঁরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল গাড়ি ও বাইক দাঁড় করিয়ে ছিনতাই করার জন্য। পুলিশ তাদেরকে মেমারি থানায় গ্রেপ্তার করে নিয়ে আসে।

মঙ্গলবার বেলায় সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচারক ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ধৃতদের নাম সেখ সাদেক, বাড়ি তাতারপুর ও বিপুল সরকার বাড়ি ছিনুই সাহাপুর।

 

Related posts

এটিএম মোবাইল ভ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন

E Zero Point

মগরায় ৭৫ তম স্বাধীনতা দিবসে বান্ধব সম্মিলনী ও লায়ন্স ক্লাবের আয়োজিত রক্তদান শিবির

E Zero Point

মেমারি নওহাটী গ্রামে তৃণমূল-বিজেপি রাজনৈতিক সংঘর্ষ

E Zero Point

মতামত দিন