জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২০ নভেম্বর ২০২৪ :
১৫০-তম বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে রাজ্য জুড়ে অনুষ্ঠিত হচ্ছে জয় জোহার মেলা। পূর্ব বর্ধমান জেলায় মেমারি ১ ব্লক ও মেমারি ১ পঞ্চায়েত সমিতির আয়োজনে দুদিন ব্যপী জয় জোহার মেলার উদ্বোধন হল বাগিলা অঞ্চলস্থিত কিষান মান্ডিতে।
বুধবার বেলায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডা. শর্মিলা সরকার, মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, পূর্ব বর্ধমান জিলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী, মেমারি ১ বিডিও শতরূপা দাস, জয়েন্ট বিডিও অনন্যা বেড়া, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা, সহ সভাপতি বসন্ত রুইদাস সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, সদস্য-সদস্যা, দশটি অঞ্চলের প্রধান, উপ-প্রধান সহ অন্যান্যরা।
মেলা শুরুর পূর্বে নুদীপুর মোড়ে ড. বি আর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে মেলা প্রাঙ্গণে পৌঁছান অতিথিরা। সেখানে আদিবাসী রীতি মেনে অতিথিদের স্বাগত জানানো হয়।
পূর্ব বর্ধমান জিলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী বলেন, আজ এবং আগামীকাল আদিবাসী সম্প্রদায়ের মানুষজন জয় জোহার মেলা থেকে বিভিন্ন সরকারি সাহায্য যেমন এস টি কার্ড, ছাত্র-ছাত্রীদের জন্য আধার কার্ড, খাদ্য দপ্তর থেকে রেশন কার্ড, কৃষি দপ্তর থেকে ফসলের বীজ প্রদান করা সহ একাধিক সুযোগ-সুবিধার পাবে।
আদিবাসীদের উন্নয়নকল্পে বিভিন্ন সরকারি স্টল বসে জয় জোহার মেলায়। আদিবাসী সম্প্রদায়ের মানুষজনের ধামসা মাদলের তালে মুখরিত হয় সমগ্র মেলা প্রাঙ্গন। আদিবাসী নাচ এবং গানে মুখরিত সমগ্র উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেমারি ১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মৃন্ময় ঘোষ।