26/04/2024 : 8:21 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

পাহারহাটি স্বাস্থ্যকেন্দ্রে  যুবদের স্মারকলিপি

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, মেমারি, ১৭ অগাস্ট ২০২০:


ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের মেমারি-২ আঞ্চলিক কমিটি ও  গণতান্ত্রিক মহিলা সমিতির  উদ্যোগে সোমবার পাহারহাটি  ব্লক স্বাস্থ্যকেন্দ্রে   বিক্ষোভ ও স্মারকলিপি সংগঠিত হয়।  সরকারি স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোর উন্নতি,  করোনা চিকিৎসায় বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রের খরচ নিয়ন্ত্রণ,  করোনার পরীক্ষা বৃদ্ধি,  প্রতিটি বিধানসভায় কোভিড হাসপাতাল এবং আইসোলেশন তথা কোয়ারান্টিন সেন্টার চালু, কোভিড পজেটিভদের হাসপাতালে রেখে চিকিৎসা  ও  টেস্ট করে নেগেটিভ না আসা পর্যন্ত সুস্থ বলে ঘোষণা করা যাবে না।  এই সমস্থ  দাবিগুলোর সমর্থনে হাসপাতাল গেটে  সরব হন– যুবনেতা সাফাৎ মন্ডল ,  বিপিন রায়চৌধুরী,  চিন্ময় সাঁতরা, সুমিত্রা ধারা, স্বরূপ ঘোষ,  মালা ভট্টাচার্য প্রমুখ।  তারা বলেন–দেশ ও রাজ্যে স্বাস্থ্যের নগ্নতা প্রতিদিন নির্লজ্জ ভাবে উন্মুক্ত হয়ে পড়ছে।  করোনা সংক্রমন ও মৃত্যু হার প্রতিদিন বিশ্বে রেকর্ড করছে।  অথচ দুই সরকারের কোন হেলদোল নেই।   সরকার  সম্পূর্ন অবৈজ্ঞানিক ভাবে লকডাউন করে দায় সারতে ব্যস্ত।  অথচ বেড ও অক্সিজেন না পেয়ে বিনা চিকিৎসার  মানুষ মারা যাচ্ছে।  হৃদয় হীন এই দুই সরকারের বাগাড়ম্বরতা ছাড়া কার্যত করোনা মহামারী মোকাবিলা করার কোন নির্দিষ্ট পরিকল্পনা ও পদক্ষেপ নেই। এই অবস্থায় জোরদার আন্দোলন গড়ে তোলা ছাড়া  কোন গতি নেই।

Related posts

মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের

E Zero Point

বিভিন্ন কেসের ধারায় মেমারি থানা ৪ আসামীকে বর্ধমান আদালতে পাঠালো

E Zero Point

কান্দিতে শেষ মুহূর্তের পুজোর প্রস্তুতি

E Zero Point

মতামত দিন