25/04/2024 : 6:39 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

নতুন শিক্ষানীতির বিরুদ্ধে বিক্ষোভ কৃষ্ণদেবপুরে

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ১৭ অগাস্ট ২০২০:


নতুন শিক্ষানীতির বিরুদ্ধে সোমবার কৃষ্ণদেবপুরে বিক্ষোভ দেখালেন উঠলেন  ছাত্র-যুব, শিক্ষক ও শিক্ষানুরাগীরা। কালনা-১ ব্লক এলাকার  নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, নিখিলবঙ্গ শিক্ষক সমিতি, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও ভারতের ছাত্র ফেডারেশনের যৌথ উদ্যোগে এদিন  কৃষ্ণদেবপুর প্রাথমিক বিদ্যালয়ের নিকট জমায়েতের পর  বিক্ষোভ সভা শুরু হয়।  বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন–শিক্ষকনেতা সুজয়প্রসাদ সাহা, প্রবীর ভৌমিক,  রাজকুমার মাজিলা,  সুরজিৎ পাল, হালিম শেখ প্রমুখ।  সভা পরিচালনা করেন জেলার শিক্ষক নেতা রাধেশ্যাম দাস।   বক্তারা বলেন– নতুন শিক্ষা নীতিতে  রাজনৈতিক স্বার্থে  মেরুকরণের  ঘৃণ্য  চেষ্টা করা হয়েছে। যাতে শিক্ষা ব্যবস্থার মুক্তচিন্তাকে  অবরুদ্ধ করে সাম্প্রদায়িকতার বাতাবরণ ছড়িয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা যায়।     আদতে এই সরকারের  নয়া শিক্ষানীতি কার্যকর করার মধ্য দিয়ে ” সকলের জন্য শিক্ষা ”  স্লোগানকে নস্যাৎ করা হয়েছে।   উদ্দেশ্য শিক্ষার কেন্দ্রীকরণ,  বেসরকারিকরণের পথে শিক্ষা ব্যবস্থাকে  নিয়ে  যাওয়া।  পুঁজিপতিদের  হাতে শিক্ষা ব্যবস্থাকে তুলে দেওয়া এবং রাজনৈতিক উদ্দেশ্য পূরণ  মূল লক্ষ্য ।  কেন্দ্রীয় সরকার আরএসএসের ভাবনাচিন্তাকে সূক্ষ্মভাবে শিক্ষাব্যবস্থায় অনুপ্রবেশ ঘটানো হয়েছে।  ইউজিসি,  এআসিটিই-র মত উচ্চশিক্ষার কেন্দ্রীয় নিয়ামক সংস্থাগুলি তুলে দেওয়া নিশ্চিত করা হয়েছে।   তাই ভারতবাসীর স্বার্থে  দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

Related posts

মেমারিতে পাঁচিল ও আলোর অভাবে বিঘ্নিত হাসপাতালের নিরাপত্তা

E Zero Point

পূণ্যগ্রাম ধর্মশিমলা প্রগতিসংঘে গান্ধীজির প্রয়াণ দিবস পালিত

E Zero Point

দাঁইহাট পৌরসভা এলাকার গঙ্গার ঘাটে পিতৃতর্পণ

E Zero Point

মতামত দিন