জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ১৯ নভেম্বর ২০২৪ :
মঙ্গলবার মেমারি দু’নম্বর ব্লকে অধীনে ৯ গ্রাম পঞ্চায়েতের এলাকার মোট ৫০ জন চাষী ভাইয়েদের নিয়ে উদ্যান পালন অর্থাৎ হটিকালচারের ওপর আলোচনা করা হয়। চাষীদের বিকল্প চাষের দিকে নজর বাড়ানোর জন্যই এই উদ্যোগ।
মূলত ফল, ফুল ও সবজির ওপর কিভাবে চাষ করা যায় এবং লাভ করা যায় সেই বিষয় নিয়ে পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোন কোন বিষয়ে চাষ করার জন্য সরকারি অনুদান পাওয়া যায় এই চাষের উপর সেই বিষয়ে আলোচনা করেন পূর্ব বর্ধমান জেলার হটি কালচারের বিশেষজ্ঞ ব্যক্তিরা।
এই আলোচনায় উপস্থিত ছিলেন মেমারি দু’নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখ ভট্টাচার্য, এ ডি এ কৌশিক মন্ডল, হটি কালচার ডেপুটি ডিরেক্টর সুদীপ কুমার ঘোষ, সহ কৃষি আধিকর্তা এডন লেপচা, পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু, সহ-সভাপতি গফফর মল্লিক, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ দীনবন্ধু পাল,খাদ্য কর্মাধ্যক্ষ সঞ্জয় মন্ডল সহ আরো অনেকে।