27/04/2024 : 5:38 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গ

শালবনীর মৃৎশিল্পীরা চরম বিপাকে

গৌরাঙ্গ বটব্যালঃ শালবনী পশ্চিম মেদিনীপুর লকডাউনে দীর্ঘদিন বন্ধ থাকায় ও বিভিন্ন পূজা পার্বন ও সেভাবে না থাকার ফলে চরম আর্থিক সংকটে সিমেন্ট ও প‍্যারিস প্লাসটারের মডেল ও বিভিন্ন দেব দেবির মূর্তি তৈরী করা শিল্পীরা। পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের মন্ডলকুপি গ্রামের বাসিন্দা পেসায় মৃৎশিল্পী। মানুষের চাহিদার পরিবর্তন ঘটায় পূর্বপুরুষ ধরে করে আসা এই জীবিকা মাটির বদলে সিমেন্ট ও প‍্যারিস এর কাজ করে উপার্জন করে চলে সংসার তাও আবার বাধ সাধল করোনার মতো মহামারী। তার কাছে আছে পর্যাপ্ত কাঁচামাল, শ্রমিকের অভাব নেই, কিন্তু তৈরি করা মডেল ও মূর্তি বিক্রি না হওয়ায় চরম সমস্যায় পড়েছেন শিল্পীরা। শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক ও ব্যবসায়ীরা। এই গ্রামের পুরুষদের সাথে মহিলারা বাড়ির কাজের অবসর সময়ে বাড়িতে বসে তৈরি করেন বিভিন্ন মডেল। তৈরী হয়ে পড়ে রয়েছে বিভিন্ন অর্ডাররী মডেল ও দেব-দেবীর মূর্তি।

Related posts

আজ বিজেপির ভার্চুয়াল জনসভা, বৈঁচিতে প্রাক প্রস্তুতি

E Zero Point

লকডাউনে সততার নজির মঙ্গলকোটে

E Zero Point

তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় অনুষ্ঠিত হলো চাটাই বৈঠক

E Zero Point

মতামত দিন