16/04/2024 : 3:00 PM
আমার দেশ

আজ দেশে পৌঁছচ্ছে যুদ্ধবিমান রাফাল, সঙ্গে আসছে ৭০টি ভেন্টিলেটর, ১০ হাজার টেস্ট কিট

বিশেষ প্রতিবেদন, অম্বালা, ২৯ জুলাইঃ


বহু প্রতিক্ষীত অপেক্ষার অবসান হবে কয়েক ঘণ্টার মধ্যেই। তারপরই, ইতিহাসের পাতায় আজকের দিনটি স্বর্ণাক্ষরেলেখা থাকবে। ভারতীয় বায়ুসেনার হাতে আসছে রাফাল যুদ্ধবিমান। সব ঠিকঠাক চললে দুপুর দেড়টা থেকে দুপুর তিনটের মধ্যে ভারতের মাটি ছোঁবে এই অত্যাধুনিক যুদ্ধবিমান। যা নিয়ে বিতর্কও কম হয়নি ভারতীয় রাজনীতিতে।

সংবাদ সূত্রে খবর শুধু রাফালই নয়, করোনা মোকাবিলায় শুভেচ্ছা-স্বরূপ হিসেবে ভারতকে ৭০টি ভেন্টিলেটর, ১০ হাজার টেস্ট কিট এবং ১০ স্বাস্থ্য বিশেষজ্ঞকেও ভারতে পাঠাচ্ছে ফ্রান্স।

প্রথম ব্যাচে আসছে পাঁচটি বিমান। হরিয়ানার অম্বালা বায়ুসেনা ঘাঁটিতে এই বিমান অবতরণ করবে। স্বাগত জানাতে উপস্থিত স্বয়ং বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আর কে ভাদোরিয়া, যিনি চার বছর আগে এই রাফাল চুক্তিতে অতি-গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

ইতিমধ্যেই বায়ুসেনা ঘাঁটি সংলগ্ন চারটি গ্রামে ১৪৪ ধারা জারি করা হয়েছে। লাল সতর্কতা জারি করেছে প্রশাসন। অম্বালাকে নো-ড্রোন এরিয়া হিসেবেও ঘোষণা করা হয়েছে। বায়ুসেনা ঘাঁটি সংলগ্ন অঞ্চলকে স্পর্শকাতর ঘোষণা করেছে প্রশাসন। বাড়ির ছাদ থেকে বিমানের ছবি তোলা নিষিদ্ধ করা হয়েছে।

Related posts

ভাবনাঃ যুদ্ধ মানে শুধু অর্থক্ষয় নয়, মানুষের অমূল্য জীবনহানির নিশ্চিত পরিণতি

E Zero Point

জাতীয় প্রেস দিবস : জেনে নিন কেন পালন করা হয় দিনটি

E Zero Point

বায়ুসেনা প্রধান কলেজ অফ এয়ার ওয়ারফেয়ারে

E Zero Point

মতামত দিন