20/11/2024 : 8:15 PM
আমার বাংলা

মশাগ্রামে ইন্টার লকিংয়ের কাজ শেষ, এবার প্রতীক্ষা

জিরো পয়েন্ট নিউজ –কৌশিক চ্যাটার্জী, জামালপুর, ১৯ নভেম্বর ২০২৪ :


দক্ষিণ পূর্ব রেলের অধীনে থাকা মশাগ্রাম-বাঁকুড়া রেলপথের উচ্চতা বেশি হওয়ায় দীর্ঘদিন ওই দুই রেল পথের সংযুক্তি সম্ভব হয়নি। সম্প্রতি প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণের কাজ সম্পূর্ণ করে দুটি আলাদা পথের রেলপথকে জুড়ে দেওয়া হয়েছে।

পূর্ব রেলের কর্ড শাখার রেললাইনের সঙ্গে সিগন্যালিং ও অন্যান্য ব্যবস্থার প্রয়োজনীয় সংযুক্তি এবং সমন্বয় গড়ে তুলতে মশাগ্রাম স্টেশনে ইন্টারলকিংয়ের কাজ শেষ হল।

রেলের দাবি, কাজ সম্পূর্ণ হলে হাওড়া থেকে কর্ড শাখা হয়ে বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া যাওয়ার পথ খুলে যাবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে ট্রেন যাত্রীদের, প্রচুর রাস্তা কমে যাবে। বাঁকুড়া থেকে হাওড়া যেতে আপ ট্রেন পাল্টাতে হবে না। তাই খুশি যাত্রীরা।

Related posts

ভুল পর্যালোচনা করুন কমরেড

E Zero Point

বর্ধমান প্রেস কর্ণারের পাশে মন্ত্রী স্বপন দেবনাথ, সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেন

E Zero Point

পূর্ব বর্ধমানে জেলবন্দী দুই আসামী করলেন বিয়ে

E Zero Point

মতামত দিন