24/03/2023 : 12:26 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

পূর্ব বর্ধমানে ভার্চুয়াল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ

জিরো পয়েন্ট নিউজ, বর্ধমান,  ৩১ ডিসেম্বর ২০২১:


বর্ধমান ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন এর পরিচালনায় “পূর্ব বর্ধমান ডিস্ট্রিট ভার্চুয়াল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২১”  গত ২৬শে ডিসেম্বর, ২০২১ তারিখে আয়োজিত হল। বর্ধমান ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক শিহান দেবাশীষ কুমার মন্ডল জানিয়েছেন যে, এই প্রতিযোগিতায় বর্ধমান উত্তর ও দক্ষিণ, কাটোয়া এবং কালনা থেকে মোট ৬২ জন ক্যারাটেকা সাব জুনিয়র, ক্যাডেট, জুনিয়র ও সিনিয়র কাতা ও কুমিতে ইভেন্টে ভার্চুয়ালি অংশগ্রহন করেছিল। এই প্রতিযোগিতাটি ১ জন এশিয়ান ক্যারাটে ফেডারেশন ও ৪ জন ক্যারাটে ইন্ডিয়া অরগানাইজেশন এর বিচারকদের তত্বাবধানে সম্পন্ন হয়।


স্বর্ণ পদক বিজয়ীরা হল অয়ন্তিকা সাহা, বৈদ্যুতি মণ্ডল, চৈতালি গুইন, শ্রেয়সী ঘোষ, ইশানী গুপ্তা, অরুণিমা পাল, শ্রুতি বীর, সৃজা দাস, ধ্রুবজিৎ দত্ত, নীলাম্বর দে, সৌতিক মণ্ডল , অঞ্জনাভ সাধু, সোহান মুখার্জী এবং অরিজিত সরকার। উল্লেখ্য, সমগ্র প্রতিযোগীতায় কাতা ইভেন্টে শ্রেয়সী ঘোষ এবং কুমিতে ইভেন্টে ইশানী গুপ্তা সবচেয়ে সেরা প্রদর্শনী করেছে।

Related posts

শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার নন্দেশ্বর শিব ঠাকুরের সামাজিক বিধি মেনে পূজো

E Zero Point

মেহেদিবাগান ভারত সংঘের পক্ষ থেকে সংবর্ধনা বর্ধমানে

E Zero Point

কাঁকসায় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস

E Zero Point

মতামত দিন