নিজস্ব সংবাদদাতা, পান্ডুয়া, ২১ জুলাই:
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জির নির্দেশ ২১শে জুলাই সারা বাংলা জুড়ে শহীদ দিবস পালন কর্মসূচি পালিত হচ্ছে।সেই মত আজ, মঙ্গলবার সকালে পান্ডুয়া বিধানভার তৃণমূল কংগ্রেসের চ্যায়ারম্যান তথা ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক সৈয়দ রহিম নবির উদ্যোগে পান্ডুয়া স্টেশন রোড সংলগ্ন তৃণমূল পার্টি অফিসে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদ দিবস পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবনেতা অজয় রায়, শেখ সফিক,ফিরোজ নবী, সোনা দা,বুম্বা দা সহ এলাকার এক ঝাঁক তরুণ প্রজন্মের কর্মী-সমর্থকরা।