29/03/2024 : 2:12 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

দাঁইহাট পৌরশহরে ১৪ টি ওয়ার্ডে তৃণমূল যুব কংগ্রেসের শহিদ দিবস পালন

রাহুল রায়, দাঁইহাট, ২১ জুলাই:


পূর্ব বর্ধমানে দাঁইহাট শহরে ১৪ টি ওয়ার্ডে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ২১শে জুলাই শহিদ দিবস পালন করা হল। দলীয় পতাকা উত্তোলন ও শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে দিনটি পালন করা হয়। শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সদস্য সুমন দাস সহ তৃণমূলের কর্মীবৃন্দ। এই বিষয়ে সুমন দাস জানান, ১৯৯৩ সালে আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাইটার্স বিল্ডিং অভিযানে ১৩ জন কংগ্রেস কর্মী শহিদ হন। সেই সকল শহীদের স্মরণে প্রতি বছর ২১ শে জুলাই শহীদ দিবস পালন করা হয় কোলকাতা ধর্মতলায়। কিন্তু এবছর করোনার জেরে ধর্মতলার সমাবেশ বাতিল হয়েছে। তাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো প্রতি বুথে শহীদ দিবস পালন করা হচ্ছে। আজকে দাঁইহাট শহর তৃণমূল কংগ্রেসের কার্য্যালয়ে দাঁহাট শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে ৫০ টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন সুমন দাস।

Related posts

বেআইনি জুয়ার আসরের প্রতিবাদ করায় এবার তৃণমূলের প্রাক্তন মন্ত্রীর বাড়িতে হামলা

E Zero Point

মেমারিতে চুরির ঘটনায় গ্রেপ্তার ৩

E Zero Point

পুণ্যার্থীদের জলদানের সঙ্গে পরিবেশ স্বচ্ছতার বার্তা মেমারিতে

E Zero Point

মতামত দিন