25/04/2024 : 5:27 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপান্ডুয়াহুগলি

পান্ডুয়া কলকাতা বাস পরিষেবার শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার, পাণ্ডুয়াঃ কথায় আছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। তাই মানুষের বিপদে মানুষই এগিয়ে আসে। এরকমই এক দৃশ্য দেখা গেল হুগলি জেলার পান্ডুয়ায়। দীর্ঘদিন লকডাউন চলার ফলে পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। মফস্বল শহর পান্ডুয়ার বহু লোকেরই কলকাতা যাওয়া বিশেষ প্রয়োজনের। ট্রেন না চলায় প্রত্যেকেরই বিশেষ অসুবিধা হচ্ছিল। তাই পান্ডুয়ার কিছু তরুণ ছেলে সুমন,অজয়, প্রদীপ্ত,বাপ্পা এরা নিজ উদ্যোগে পান্ডুয়া ধর্মতলা বাস পরিষেবা চালু করল। আজ ১৩ই জুন সোমবার,পান্ডুয়া জি টি রোড সংলগ্ন কলকাতা বাজারের সামনে থেকে “পান্ডুয়া কলকাতা বাস পরিষেবা” শুভ উদ্বোধন ঘটলো। সকাল ৭ টা য় পান্ডুয়া থেকে বাস ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয়। বিকেল ৫টা য় আবার ধর্মতলা থেকে পান্ডুয়া ফেরত আসবে। মাত্র ৬০ জন যাত্রী নিয়ে, সরকারি নিয়ম অনুযায়ী সামাজিক দূরত্ব ও উপযুক্ত স্বাস্থ্যবিধি মেনেই আজকের এই যাত্রার সূচনা হয়। পান্ডুয়ার পরিবহন ইতিহাসে আজ এক নতুন অধ্যায় যুক্ত হলো এই বাস পরিষেবার মাধ্যমে।

Related posts

করোনা আপডেট পূর্ব বর্ধমানঃ আক্রান্ত ৪৩ জন, সুস্থ ৪৪ জন, দেখুন কোথায় কোথায় আক্রান্ত হয়েছে

E Zero Point

মালম্বা বাসস্ট্যান্ডে বাইক এবং লরির সংঘর্ষে গুরুতর জখম এক ব্যক্তি

E Zero Point

ভাতার বিজ্ঞান কেন্দ্রের ত্রিবার্ষিক সাধারণ সভা

E Zero Point

মতামত দিন