স্টাফ রিপোর্টারঃ করোনা মহামারীর আবহে রক্তদান শিবিরের সংখ্যা অত্যন্ত কমে যাওয়ায় আমাদের ব্লাড ব্যাংক গুলি ভয়াবহ রক্ত সংকটের সম্মুখীন।এই পরিস্থিতিতে মানুষ মানুষের জন্য এই আহবান কে সামনে রেখে যুব তৃণমূল কংগ্রেসের নেতা তনময় দত্তর নেতৃত্বে, শ্রীশ্রী কৈলাস বাবাধাম এর পরিচালনায় আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। হুগলি ও হাওড়ার সংযোগস্থল উত্তর জয়পুরের কৈলাস বাবাধামে আজ সকাল ১০ টা থেকে রক্তদান উৎসবের সূচনা হয়। উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবল তারকা সৈয়দ রহিম নবি ও তার সহকারী অজয় রায়।
পূর্ববর্তী পোস্ট