24/04/2024 : 10:24 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

সিভিল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল টেস্টিং ল্যাবের উদ্বোধন

জিরো পয়েন্ট নিউজ প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ১৬ ফেব্রুয়ারি ২০২১: 


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সিভিল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল টেস্টিং ল্যাবের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন নসরত্পুর গ্রাম পঞ্চায়েতের নসরতপুর এলাকায় এই অত্যাধুনিক টেস্টিং ল্যাবের উদ্বোধন করেন তিনি. এদিন মন্ত্রী স্বপন দেবনাথ তিনি জানান রাজ্যের মধ্যে এই চতুর্থ ল্যাবরেটরি নশরতপুর এলাকায় তৈরি হল।

জেলার মধ্যে এটি দ্বিতীয়.পঞ্চায়েত সমিতির সভাপতি দিলিপ মল্লিক তিনি এদিন জানান যে সমস্ত কনট্রাক্টররা কাজ করার পর তাদের গুণগত মান ঠিক আছে কিনা জানার জন্য ল্যাব টেস্টিং সার্টিফিকেটের প্রয়োজনে, বর্ধমান বা অন্যত্র নেগি ল্যাবরেটরি থেকে চেক করেই নিয়ে আসতেন, তাঁরা এই সুবিধা পূর্বস্থলী এক নম্বর ব্লকের নসরতপুরের পাবেন। ৬ লক্ষ ৫০ হাজার টাকা ব্যায়ে এই আধুনিক ল্যাবরেটরি তৈরি হয়েছে. এতে রাস্তাঘাট নির্মাণ বা সরকারি যে সমস্ত নির্মাণ হয় তার ল্যাব টেস্টিং সার্টিফিকেট না হলে তার বিল পাস হয় না, এই ল্যাবরেটরি থেকে বিল করিয়ে জমা দিতে পারবেন কাজের বরাত পাওয়া সংস্থা। তবেই তাদের পাস হবে বিল। এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দিলিপ মল্লিক, পুর্তের কর্মাধ্যক্ষ পরিমল দেবনাথ সহ বিশিষ্টজনেরা।

Related posts

কলকাতায় আয়কর বিভাগের অভিযান

E Zero Point

বর্ধমানের খালেরপুরে পরিযায়ী শ্রমিকদের ফেরার পথে টিফিনের ব্যবস্থা

E Zero Point

দুঃস্থদের পাশে শিক্ষক সংগঠন

E Zero Point

মতামত দিন