06/05/2024 : 8:54 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গ

নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সভা জামালপুরে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ১৬ ফেব্রুয়ারি ২০২১:


আগামী ১৮ ফেব্রুয়ারি ১৭ দফার দাবীর ভিত্ততে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি শিক্ষামন্ত্রীর নিকট গণ ডেপুটেশন দেবেন এবং ধর্মতলায় বিশাল অবস্থান ও সমাবেশ করবেন। তার সমর্থনে গত শনিবার পূর্ব বর্ধমানের জামালপুরে অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান শাখার ২৮ তম বার্ষিক সাধারণ সভা।

উক্ত সভায় উপস্থিত ছিলেন এবিপিটিএ-এর কেন্দ্রীয় সদস্য আশীষ হাজরা, রাজ্য সম্পাদক মোহনদাস পন্ডীত, পূর্ব বর্ধমান জেলা সভাপতি রাধাশ্যাম দাস, জেলা সম্পাদক অভিজিৎ ভঞ্জ, জামালপুর বিধানসভার বিধায়ক সমর হাজরা সহ অন্যান্যরা।

অধ্যাপক আনন্দদেব মুখ্যোপাধ্যায় নগর ও মনোজ মল্লিক মঞ্চ থেকে সমস্ত শিক্ষকনেতার জাতীয় শিক্ষানীতির কড়া সমালোচনা করেন। ১৭ দফার দাবীর মধ্যে অন্যতম ছিল- সর্বভারতীয় বেতনক্রম অনুসারে বেসিক পে ৩৫৪০০ টাকা করতে হবে, কর্মরত অবসর প্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের ওয়েষ্টবেঙ্গল হেলথ স্কীম-২০০৮ চালু করতে হবে, রাজ্যে যেসব স্কুলে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে খালি আছ, সেই সব শূণ্যপদে নিয়োগ করতে হবে, বর্তমানে মিড ডে মিলের জন্য বরাদ্দ ৪.৯৮/- টাকা বাড়িয়ে ১০ টাকা করতে হবে ডিইএলইডি প্রশিক্ষণপ্রাপ্ত সকল শিক্ষক-শিক্ষিকাদের এ ক্যাটাগোরি বেতন প্রদান করতে হবে।

Related posts

২০০০ বছরের প্রাচীন নন্দেশ্বরী দেবীর মন্দির কাটোয়ার নন্দীগ্রামে

E Zero Point

করোনা আক্রান্ত আশাকর্মীর পরিবারকে বাঁচাতে দেবদূতের ভূমিকায় ডাক্তার

E Zero Point

সাপের ছোবলে মৃত্যু এক ব্যক্তি

E Zero Point

মতামত দিন