নূর আহামেদ, মেমারিঃ আবার পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত আমাদপুর পঞ্চায়েতের বিজড়া গ্রামের ২ জন করোনা আক্রান্ত। দুজনেই ভিন রাজ্য থেকে গ্রামে ফিরেছিলেন। ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ, আশা কর্মী ও প্রশাসনিক মহলের কর্মীরা পৌঁছে গেছেন।
(বিস্তারিত আসছে পেজটি আপডেট করতে থাকুন…..)
ইতিমধ্যে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৫১ হাজার ৭৬৭ জন। সংক্রমণের নিরিখে ভারত বিশ্বের মধ্যে দশম স্থানে রয়েছে। মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৩৩৭ জন। এখনও পর্যন্ত ৬৪ হাজার ৪২৫ জন পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
এদিকে বাংলায় চিন্তা বাড়াচ্ছেন ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকরা। সংক্রামিতের সংখ্যা পৌঁছেছে ৪০০৯-এ। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১,৪৮৬ জন।মৃতের সংখ্যা বেড়ে হয়েছেয ২১১।