25/04/2024 : 5:57 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

শিক্ষক দিবসে ইটাচুনা চক্রের প্রাথমিক শিক্ষকদের রক্তদান উৎসব ও শিক্ষক সম্বর্ধনা

জিরো পয়েন্ট নিউজ – রূপাঞ্জন রায়, পান্ডুয়া, ৫ সেপ্টেম্বর, ২০২০:


শিক্ষা মানুষের মধ্যে আনে চেতনা,জ্ঞান।এই জ্ঞানের প্রদীপ জ্বালাতে সাহায্য করেন শিক্ষক।তারাই হলেন সমাজ গড়ার কারিগর। ৫ই সেপ্টেম্বর ১৮৮৮ ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃসর্বপল্লি রাধা কৃস্নানের জন্মদিন।তিনি ছিলেন এক শিক্ষক,দার্শনিক ও রাজনীতি বিদ।তার জন্ম দিনে ভারতে শিক্ষক দিবস পালিত হয়।বর্তমান পরিস্থিতি তে সমস্ত স্কুল উনিভার্সিটি সব বন্ধ ছাত্র-শিক্ষকের মধ্যে তৈরী হয়েছে সামাজিক দূরত্ব।শিক্ষক তার প্রিয় ছাত্র-ছাত্রী,ক্লাসরুম ,চক ডাস্টারকে খুব মিস করেছেন, নিজেদের কে মানিয়ে নিয়েছেন অনলাইন ক্লাসে।তবুও তারা শিক্ষক হৃদয়ের অন্তরে আছে এক বিপুল মানবিক বোধ , সমাজের প্রতি দায় ও দায়িত্ব।তেমনি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ইটাচুনা চক্রের শিক্ষক-শিক্ষিকাদের মানবিক উদ্যোগের ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়লো।শিক্ষক দিবসের তারা সম্মানীয় শিক্ষক- শিক্ষিকা দের সম্মান জানান আজ তার পাশাপাশি আয়াজন করেছেন এক রক্ত দান শিবিরের।এই সমিতির সম্পাদক সোমনাথ সাঁতরা ও সভাপতি তিমির বরন মুখার্জী আহ্বানে এই শিবিরে রক্ত দাতা দের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন হুগলী জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব, হুগলি জেলা পরিষদের পরিষদের কর্মদক্ষ মনোজ চক্রবর্তী, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা, কর্মাধ্যক্ষ তথা পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত চ্যাটার্জী, পান্ডুয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সঞ্জীব ঘোষ, পান্ডুয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা প্রাক্তন ভারতীয় ফুটবল অধিনায়ক রহিম নবি।সোমনাথ বাবু জানান ৪২জন শিক্ষক-শিক্ষিকা রক্ত দান করেছেন এই শিবিরে।তিনি আরো জানান পান্ডুয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সঞ্জীব ঘোষ মহাশয়ের ঐ কান্তিক সহযোগিতা ও সমিতির সদস্যদের সাহায্যে এই সাফল্য আমরা পেয়েছি।

Related posts

স্বাধীনতা দিবসে প্রাক্তন সামরিক বাহিনীর কর্মীদের সম্মান মেমারিতে

E Zero Point

চাষীদের সুবিধা ও অসুবিধা কথা শুনলেন তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার

E Zero Point

মেমারি পৌরসভার ১৪ নং ওয়ার্ডে বৃক্ষ রোপন

E Zero Point

মতামত দিন