16/04/2024 : 11:34 PM
আমার বাংলাউত্তর ২৪ পরগনাদক্ষিণ বঙ্গ

শিক্ষক দিবসে রক্তদান করলেন শিক্ষক-শিক্ষিকারা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক,  গোবরডাঙ্গা, ৫ সেপ্টেম্বর, ২০২০:


নিজেদের প্রাপ্য সম্মান আদায় করার জন্য গড়ে উঠেছিল প্রাইমারি শিক্ষকদেরএকটি অরাজনৈতিক মঞ্চ।আজ উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গায় তারা পালন করলেন শিক্ষক দিবসের অনুষ্ঠান।এই উপলক্ষে গোবরডাঙ্গা খাঁটুরা উৎসব লজে শিক্ষক সংবর্ধনা ও ও রক্তদান শিবিরের আয়োজন করেন সংগঠকেরা।রক্তদান শিবিরের ৩০ জন রক্তদান করে বলে আয়োজকরা জানিয়েছেন।

এছাড়া এলাকার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামদুনির প্রতিবাদী শিক্ষক প্রদীপ মুখার্জী,রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক ডক্টর নিরঞ্জন বন্দ্যোপাধ্যায়,স্থানীয় গোবরডাঙ্গা খাঁটুরা হাই স্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক বিশ্বনাথ মন্ডল,সংগঠনের অন্যতম উদ্যোক্তা সুজিত দাস, রতন দে, বিশ্বজিৎ সরদার, শাজাহান মন্ডল প্রমুখ।

Related posts

উত্তরবঙ্গে পাট চাষীদের মধ্যে নতুন উদ্যম

E Zero Point

জীবন্ত মা দুর্গার আরাধনায় মন্ত্রী স্বপন দেবনাথ

E Zero Point

চোরাই বালি ভর্তি ৩টি ট্রাক আটক মেমারিতে

E Zero Point

মতামত দিন