জিরো পয়েন্ট নিউজ, বর্ধমান, ৫ ডিসেম্বর ২০২১:
রবিবার বড়শুল কিশোর সংঘের উদ্যোগে ও “বাচনিক” শিল্প – সংস্কৃতি – সাহিত্য চর্চা কেন্দ্রের সহযোগিতায় আবৃত্তিচর্চার কেন্দ্রের শুভ উদ্বোধন হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক রূপক মজুমদার, বড়শুল কিশোর সংঘের মুখ্য উপদেষ্টা সৌমেন্দ্রনাথ বিশ্বাস ও বাচনিক আবৃত্তিচর্চা কেন্দ্রের শিক্ষিকা শাশ্বতী মজুমদার।
বড়শুল কিশোর সংঘের পক্ষ থেকে জানা যায় সপ্তাহের প্রতি শনিবার বিকাল ৩.৩০ ঘটিকা থেকে আবৃত্তি ক্লাস শুরু হবে।
বড়শুল কিশোর সংঘের সম্পাদক পার্থ ঘোষ জানান, শুধুমাত্র বাড়ির অভিভাবকদেরই দায়িত্ব নয় যে বাড়ির ছোটো ছোটো ছেলে-মেয়েদের মোবাইল আসক্তি থেকে বের করে খেলাধুলা ও সুস্থ সামাজিক সংস্কৃতি মুখি করা। অভিভাবকদের সাথে এলাকা ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠনগুলিরও এব্যাপারে সদার্থক ভূমিকা হওয়া উচিত। তাই এলাকার ২০ জন ছোটো ছোটো ছেলে- মেয়েদের নিয়ে শুরু হলো আবৃত্তি শেখানোর প্রচেষ্টা।