25/09/2022 : 2:58 AM
BREAKING NEWS
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা বর্ধমানে

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, বর্ধমান, ৫ ডিসেম্বর ২০২১:


‘কুমুদ সাহিত্য মেলা কমিটি’র পরিচালনায় হতে চলেছে একদিনের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত হবে আগামী রবিবার ১২ ডিসেম্বর বর্ধমান টাউন হলে। সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করবেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শাহিদুল্লা মুন্সি ও প্রধান অতিথি হিসাবে থাকছেন রাজ্যের এজিপি ( কলকাতা হাইকোর্ট) আনসার মন্ডল।  এই কর্মশালায় অংশগ্রহণ করতে পূর্ব বর্ধমান জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, নদীয়া, হুগলি, হাওড়া, কলকাতা থেকে সাংবাদিকরা আসবেন বলে জানা গেছে।  আয়োজকদের পক্ষ থেকে জানা যায়, মফস্বল সাংবাদিকতা থেকে মহানগরীয় সাংবাদিকতা পাশাপাশি জনসংযোগ, সংবাদ আইন, ডিজিটাল জার্নালিজম প্রভৃতি বিষয়ে আলোকপাত করবেন আমন্ত্রিত অতিথি এবং প্রশিক্ষক মন্ডলীর সদস্যরা।


Related posts

মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচী নিমো ও চাঁচাই ষ্টেশনে

E Zero Point

শ্রমিক মেলার অদূরে বিক্ষোভঃ বাম-কং নেতা-কর্মীদের আটক

E Zero Point

সাতগেছিয়ায় তৃণমূল কংগ্রেসের শীতবস্ত্র প্রদান

E Zero Point

মতামত দিন