26/04/2024 : 11:54 AM
আমার বাংলাকান্দিদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

পথবন্ধু প্রশিক্ষণ কান্দি থানায়

জিরো পয়েন্ট নিউজ রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ৫ ডিসেম্বর ২০২১:


মুর্শিদাবাদ জেলার কান্দি থানায় কান্দি মহাকুমার বিভিন্ন থানা এলাকার পথবন্ধুদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো। রবিবারের এই প্রশিক্ষণ মূলত কোন দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিদের কিভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া যায় এবং দ্রুত হাসপাতালে নিয়ে যেতে পারবে পথবন্ধুর সদস্যরা এই বিষয় নিয়ে।

এদিনের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন কান্দি মহকুমা হাসপাতালের অধিক্ষক প্রণব কুমার মজুমদার, কান্দি মহকুমা হাসপাতালের চিকিৎসক সৌমিক দাস কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষচন্দ্র ঘোষ, কান্দি মহকুমার বিভিন্ন থানার আধিকারিকেরা এবং পথবন্ধুর সদস্যরা।

এদিনের এই প্রশিক্ষণ শিবির থেকে কান্দি মহকুমা হাসপাতালের চিকিৎসকেরা দেমনস্ট্রেশন এর মাধ্যমে পথবন্ধুর সদস্যদের প্রশিক্ষণ দেয়।


Related posts

আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে মুখ উজ্জ্বল করলো মেমারির ক্ষুদেরা

E Zero Point

কাঠিয়াবাবা নিম্বার্ক আশ্রমের কম্বল বিতরণ মেমারিতে

E Zero Point

নকল গুড় বিক্রী রুখতে প্রশাসনিক নজরদারি প্রয়োজন

E Zero Point

মতামত দিন