24/04/2024 : 8:07 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

নাদনঘাটের জাহাননগরে নাশকতামূলক কাজ অব্যাহত

আলেক শেখ,  কালনা, ২১ জুনঃ রাতের অন্ধকারে কলাবাগান কেটে সাফ করা, একটি পোল্ট্রি সহ ১০ বিঘা জমির গাছপালা আগুন দিয়ে পুড়িয়ে ভস্মীভূত করার পর শনিবার রাতে আবার এক ব্যক্তির শতাধিক লম্বু-সেগুনের মতো দামি গাছ কেটে সাফ করে দিলো দুষ্কৃতীরা।  ঘটনাটি ঘটে নাদনঘাট  থানার জাহাননগর গ্রাম পঞ্চায়েতের  গোলারহাট গ্রামে।  এই ব্যাপারে স্থানীয় থানায় অভিযোগ  করা হলেও  কেউ গ্রেপ্তার হয়নি।  পুলিশ বলেছে– তদন্ত চলেছে। গোলারহাট গ্রামের মরন দেবনাথ নামের এক ব্যক্তি বছর তিনেক আগে তার জমিতে দেড়শ লম্বু, সেগুন, মেহেগেনি গাছ লাগায়। উর্বর জমি ও লালনপালনের মধ্য দিয়ে গাছগুলো বেশ ভালোই বেড়ে উঠেছিল। কিন্তু রাতের অন্ধকারে সেই গাছগুলো কেটে সাফ করে দেয়। স্থানীয় পঞ্চায়েত প্রধান সুভাষ ঘোষ জানান–এই রকম নাশকতামূলক কাজ এই প্রথম নয়, ইতিপূর্বেও ঘটেছে।  গত ৩রা এপ্রিল রাতে জাহাননগর গ্রাম পাঞ্চায়েতের মাধাইপুর গ্রামে  দুষ্কৃতীদের লাগানো আগুনে ভস্মীভূত হয় ১০ বিঘা জমির গাছপালা ও একটি পোল্ট্রি ফার্ম।   জমির মালিকরা থানায় লিখিত অভিযোগ জানিয়ে দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করলেও তার সুরাহা হয়নি।  স্থানীয় জাহান্নগর গ্রাম পঞ্চায়েত প্রধান সুভাষ ঘোষের বাড়ি মাধাইপুর গ্রামেই।   তিনি আরো জানান– ইতিপূর্বেও তার গ্রামে নাশকতামূলক ঘটনা  ঘটিয়েছে দুষ্কৃতীরা।  রাতের অন্ধকারে এক ব্যক্তির দুই বিঘা জমির কলাগাছ কেটে সাফ করে দেয়। এই ঘটনারও কোন কিনারা হয়নি।  আবার সেই নাশকতামূলক ঘটনা ঘটলো শনিবার রাতে। তিনি আরো বলেন– যেভাবে একটার পর একটা নাশকতামূলক কাজ হচ্ছে তাতে সাধারণ  মানুষ আতঙ্কিত।  তাই  পুলিশ প্রশাসনের নিকট একান্ত আবেদন যে– এই নাশকতামূলক কাজের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়ে শান্তি ফিরিয়ে আনা হোক।

Related posts

বয়সের ভারে ক্লান্ত ঘোড়াঃ মালিকের আমানবিক রুপ মেমারিতে

E Zero Point

দামোদরের ধারে পিকনিকপ্রেমীদের সচেতনতার বার্তা পুলিশের

E Zero Point

বছরশেষে পল্লীমঙ্গলের জীবসেবা

E Zero Point

মতামত দিন