28/03/2024 : 6:34 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বৈদ্যপুর যুবদের মিছিল ও পথসভা

নিজস্ব সংবাদদাতা, কালনা, ২১ জুনঃ ট্রেড ইউনিয়নগুলোর ডাকা আগামী ৩ রা জুলাই সারা ভারতে  সমস্ত শ্রমজীবী মানুষের পথে নেমে প্রতিরোধ আন্দোলন এবং ৮ই জুলাই প্রয়াত বিশ্বরূপ ব্যানার্জি স্মরণে রক্তদান শিবির সফল করার লক্ষ্যে রবিবার পথে নামলো যুবরা।  ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন কালনা ২নং আঞ্চলিক কমিটির উদ্যোগে এদিন বৈদ্যপুর  মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।  বক্তব্য রাখেন পীযূষ চ্যাটার্জি, গৌতম হালদার ও জয়দীপ ভট্টাচার্য্য প্রমুখ। বক্তারা বলেন–লকডাউনের সুযোগ নিয়ে মোদি সরকার খনি থেকে মহাকাশ সব বিক্রি করে দিচ্ছে। রাজ্য বা কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরোধিতা করলেই বলা হচ্ছে রাজনীতি করা হচ্ছে। এই সব ভুয়ো অভিযোগ আমরা কোন ভাবেই মানবো না।  পথে নেমেই আমাদের কর্ম সংকোচনের বিরুদ্ধে, রাষ্ট্রায়ত্ত্ব সম্পদ লুটের বিরুদ্ধে, সিলেবাস শেষ করে পরীক্ষা নেওয়ার দাবিতে, পরিযায়ী শ্রমিকদের দ্রুত কর্ম সংস্থানের দাবিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন জারি থাকবে।

ছবি ক্যাপশন–  বৈদ্যপুরে যুবদের পথসভার ছবি

|| আলেক শেখ, কালনা ||

Related posts

এবার অনলাইনে কলকাতা বার এসোসিয়েশন

E Zero Point

বিলুপ্ত হয়ে যায়নি ঢেঁকির মাহাত্ম

E Zero Point

এনআইএর বেড়াজালে কি ছত্রধর মাহাতোর রাজনৈতিক জীবন? 

E Zero Point

মতামত দিন