29/03/2024 : 4:07 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

শহীদের স্মৃতিরক্ষার্থে ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির

আমিরুল ইসলাম, ভাতারঃ পূর্ব বর্ধমান জেলার ভাতারের ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশে বামুনারা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ নর্জা গ্রামে অনুষ্ঠিত হলো লাদাখে সীমান্তে চীনের হামলায় শহীদ জাওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির।

ভাতার ব্লকের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা জানান, আমরা শহীদ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে আজকের এই রক্তদান শিবির করেছি পাশাপাশি, ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতে আমাদের এই উদ্যোগ। আজ তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মীরা এসেছেন আমাদের এই রক্তদান শিবিরে। মোট ৫০ জন রক্তদাতা আজ রক্ত দিলেন।

রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, ভাতার গ্রাম পঞ্চায়েতের প্রধান পরেশনাথ চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী অশোক হাজরা, রাজা কার্ফা, তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা মান গোবিন্দ অধিকারী, বামুনারা গ্রাম পঞ্চায়েতের প্রধান মল্লিকা ধারা, ভাতার ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত হুই, ভাতার ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সঞ্চিত দত্ত।

Related posts

১০৮টি মন্দিরে প্রার্থনা মধ্যে দিয়ে বঙ্গধ্বনি যাত্রা বিধায়কের

E Zero Point

টানা বর্ষনের কারনে বর্ধমানে ভেঙে পরলো বাড়ি

E Zero Point

আমফানে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সংগ্রহ মেমারি শহরে

E Zero Point

মতামত দিন