25/04/2024 : 11:46 AM
আমার বাংলা

করোনা আক্রান্ত হয়ে রাজ্যে মৃতের সংখ্যা দেড় হাজার ছাড়ালো

বিশেষ প্রতিবেদন, কলকাতা, ৩০ জুলাইঃ করোনা আক্রান্ত হয়ে রাজ্যে মৃতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে রেকর্ড সংখ্যক আরও দুই হাজার ৪৩৪ জন নভেল করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন।এই নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের মোট সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৭ হাজার ৬৯২। অন্যদিকে এই সময়ে এখনো পর্যন্ত আরো ৪৬ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বলে আজ সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। যা এখনো পর্যন্ত সর্বাধিক। এর মধ্যে ১৬ জন কলকাতা, ১৩ জন উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন হাসপাতালে মারা গিয়েছেন। ফলে এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের মোট মৃতের সংখ্যা বেড়ে হল এক হাজার ৫৩৬ জন। যার মধ্যে ৭৩৯ জন কলকাতা, ৩২৮ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। বর্তমানে ১৯ হাজার ৯০০ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এই সময় রেকর্ড সংখ্যক আরও ২ হাজার ১৪০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। ফলে মোট ৪৬ হাজার ২৫৬ জন রোগী আরোগ্য লাভ করলেন। অন্যদিকে জাতীয় হার ছাপিয়ে আরোগ্যের হার গতকালের তুলনায় আরও একটু বেড়ে হয়েছে ৬৮ .৩৩ শতাংশ।

গত ২৪ ঘন্টায় ১৮ হাজার ৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট ৮ লাখ ৭৪ হাজার ৩৯৭ জনের নমুনা পরীক্ষা করা হলো।

Related posts

জনসাধারণের স্বার্থে প্রদান করা হল করোনার ভ্যাকসিন

E Zero Point

ভোট দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী

E Zero Point

মিড-ডে-মিলে আলুর মূল্য বৃদ্ধি

E Zero Point

মতামত দিন