07/05/2025 : 12:53 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি পৌরসভার দুই বাসিন্দা করোনা আক্রান্ত

নূর আহামেদ, মেমারি, ৩০ জুলাইঃ


আজ মেমারি পৌরসভার ১২ নং ওয়ার্ডের নবপল্লীর বাসিন্দা এক বৃদ্ধ করোনা আক্রান্ত হয়েছেন। তিনি কলকাতায় চিকিৎসারত আছেন এবং সেখানেই তার রিপোর্ট পজিটিভ আসে।

অন্যদিকে মেমারি পৌরসভার ৪ নং ওয়ার্ডের শ্রীদুর্গাপল্লী নিকটস্থ ইন্দ্রপ্রস্থ পাড়ার বাসিন্দা ২২ বছরের এক যুবতী করোনা আক্রান্ত হয়েছেন। তিনি কর্মসূত্রে কালনায় আছেন এবং সেখানেই তার রিপোর্ট পজিটিভ পাওয়া যায়।

প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যকর্মীরা খোঁজ নিচ্ছেন করোনা আক্রান্তের সংস্পর্শে কেউ এসেছিলেন কি না।

Related posts

বর্ধমানে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি তদন্তে কমিশন

E Zero Point

এনজিও উড়ানের মানবিক কর্মসূচি

E Zero Point

পান্ডুয়া কালনা রোডে জিটি রোডে অবরোধ করে বিক্ষোভ দেখালো সিপিআই (এম এল)

E Zero Point

মতামত দিন