05/05/2024 : 10:51 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কাফিল খানের মুক্তির দাবিতে বিক্ষোভ 

আলেক শেখ, কালনা, ২৭ জুলাইঃ


ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের মন্তেশ্বর আঞ্চলিক কমিটির উদ্যোগে ডাঃ কাফিল খানের মুক্তির দাবিতে বিক্ষোভ দেখায় যুবরা। ভাগড়া বাজারে সোমবার বিক্ষোভে বক্তব্য রাখেন— শামিম মন্ডল, বরুণ দত্ত,  স্বরূপ ঘোষ প্রমুখ।  বক্তরা ডাঃ কাফেল খানের নিঃশর্তে মুক্তির দাবি করেন।  তাঁরা বলেন – করোনা মোকাবিলায় মানুষ আতঙ্কিত এবং ঘরমুখী। কিন্তু বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার তার ধর্মীয় বিভেদমূলক প্রতিহিংসার রাজনীতি সচল রেখেছে।  ভারতের জল-জমিন-আসমান  পুঁজিপতিদের লুঠ করা সুযোগ করে দিচ্ছে।  এই অভিসন্ধি মূলক কার্যকলাপ চালাতে গিয়ে ধর্মের নামে মানুষের মধ্যে  বিভাজন ঘটানো হচ্ছে।  দেশের সংবিধানের মুল ভিত্তিকে পদদলিত করে নাগরিক পঞ্জী ও নাগরিকত্ব আইন সংশোধন করা হয়।

এর বিরুদ্ধে গর্জে ওঠেন ডাঃ কাফিল খান। যে কাফিল খান উত্তরপ্রদেশে গোরক্ষপুরে অক্সিজেনের অভাবে মৃত্যু শয্যায় শুয়ে থাকা অসংখ্য শিশুর প্রাণ বাঁচিয়ে ছিলেন।  আর তাঁকেই  জাতীয় সুরক্ষা আইনে বিনা বিচারে  জেলে বন্দি করে রাখা হয়েছে।  করোনা বিপর্যয়ে মেহনতি মানুষের জীবন যন্ত্রণায় তাদের পাশে না দাঁড়িয়ে বিরোধী স্বর দমন করা হচ্ছে। সেই তালিকায় যেমন কবি ভারভারা রাও আছেন, তেমনি সফুরা জারগার, গুলাফশা ফাতেমা প্রমুখ আছেন। আমাদের রাজ্যের শাসকদলের এ ব্যাপারে কোন উচ্চবাচ্য নেই। ধর্মীয় সুড়সুড়ি দিয়ে সংখ্যালঘুদের দুধেল গাই হিসেবে ব্যবহার করে।  তাই পুঁজিবাদের শোষন সৃষ্ট মানুষের জীবন যন্ত্রণা থেকে মুক্তি পেতে, দেশের সংবিধান স্বীকৃত ধর্মনিরপেক্ষ চরিত্র অক্ষুন্ন রাখতে,   বামপন্থীদের পাশে  দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

Related posts

“দুয়ারে সরকার” প্রকল্প পরিদর্শনে কাটোয়ার এস.ডি.ও প্রশান্ত রাজ শুক্লা

E Zero Point

ডাকাত সন্দেহে গ্রেপ্তার মেমারির চার যুবক

E Zero Point

ইয়াস কবলিত মানুষের পাশে “রামিসা রুরাল ওয়েলফেয়ার সোসাইটি”

E Zero Point

মতামত দিন