নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ দুর্গাপুরের দিক থেকে কলকাতার দিকে যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কণ্টেনারের পিছনে সজোরে গিয়ে ধাক্কা মারল একটি প্রাইভেট কার। এই ঘটনায় আহত হলেন গাড়ির চালক সহ দুই শিশু এক পুরুষ ও এক মহিলা। প্রাথমিকভাবে জানা গেছে, গাড়িটি কলকাতার একটি বড় দৈনিকের প্রকাশনা বিভাগের গাড়ি। দুর্গাপুর থেকে কলকাতার দিকে যাবার পথে এই দুর্ঘটনা ঘটে বর্ধমানের উল্লাস মোড়ের কাছে সিগন্যাল ক্রশিংয়ের কাছে। দুর্ঘটনার পরই কর্তব্যরত পুলিশ কর্মী এবং স্থানীয়রা তাঁদের উদ্ধার করে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। জানা গেছে, এর মধ্যে শিশু দুটির আঘাত গুরুতর। পুলিশ গাড়িটিকে আটক করেছে।
পরের পোস্ট