26/04/2024 : 9:26 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনায় পরিযায়ী শ্রমিকদের পাশে শিক্ষক সংগঠন

আলেক শেখ, কালনাঃ কোয়ারান্টিনে থাকা পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালো শিক্ষক সংগঠন এ বি পি টি এ-এর কালনা দক্ষিণ চক্র।   শনিবার দুপুরে কালনা-২ ব্লকের  তিনটি  .কোয়ারান্টিন সেন্টারে গিয়ে  আবাসিকদের রান্না করা খাবার দেওয়া হয়।  সেন্টারগুলো হল– ঝকরপাড়া হরিজন প্রাথমিক বিদ্যালয়,  দত্ত দ্বারিয়াটন স্বামী বিবেকানন্দ মনন কল্যাণ কেন্দ্র   এবং আনুখাল উচ্চ বিদ্যালয়। এই কর্মসূচিতে সক্রিয়ভাবে সহযোগিতা করেন  ভারতের  ছাত্র ফেডারেশন,  ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং সি আই টি ইউ-এর কালনা-২ আঞ্চলিক কমিটির কর্মীরা।

উপস্থিত ছিলেন– শিক্ষক নেতা রাধেশ্যম দাস, সুজয় সাহা, কিশোর মাঝি,   গৌতম হালদার,  নবকুমার বাগ,  মোহাম্মদ  শাহ প্রমূখ।  সংগঠনের পক্ষ থেকে বলা হয়–লকডাউনে ফাঁদে  পড়া পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার ক্ষেত্রে  রাজ্য সরকার চরম অবহেলা করেছে।  তার থেকেও বেশি পরিযায়ী শ্রমিকরা বঞ্চনার শিকার হয়েছেন এ রাজ্যে তাঁরা ফিরে আসার পর।   কোয়ারান্টিন সেন্টারগুলোতে থাকার সুস্থ্য পরিবেশ নেই, খাওয়া-দাওয়ার ব্যবস্থা নেই। তাই এই অবস্থায় পরিযায়ী শ্রমিকদের পাশে আছি, ভবিষ্যতেও থাকবো। উল্লেখ্য বাম গন সংগঠন গুলি বিগত তিন দিন ধরে এই কোয়ারান্টিন গুলোতে নিয়মিত রান্না করা খবর পৌঁছে দিচ্ছে।

                                        

Related posts

মহিলা ঋণ মুক্তি কমিটির ডেপুটেশন পূর্বস্থলীতে

E Zero Point

বিশ্ব রক্তদান দিবসে সচেতনতা প্রচার মেমারিতে

E Zero Point

মেমারিতে নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

E Zero Point

মতামত দিন