26/04/2024 : 2:08 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

করোনা আপডেট পূর্ব বর্ধমানঃ আক্রান্ত ৭৬ জন, সুস্থ ৩৪ জন

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, পূর্ব বর্ধমান, ৮ অগাষ্ট, ২০২০:


পূর্ব বর্ধমান জেলাপ্রশাসনের পক্ষ থেকে জানা গেছে, শনিবার পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৯ জন।
শনিবার নতুন করে ৭৬ জনের কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে এবং আজ কোনা মৃত্যু হয়নি।
এই ৭৬ জনের মধ্যে বর্ধমান পুরসভা এলাকায় ৪৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এছাড়াও মেমারি পৌরসভা – ১, আউশগ্রাম২ – ১, বর্ধমান১- ২, বর্ধমান২- ৮, ভাতার-১, কালনা১- ১, কালনা২- ৩, কেতুগ্রাম১ -২ , খন্ডঘোষ-১,
রায়না১ – ৩, গলসী২ – ২, মেমারি১ -১ , মন্তেশ্বর- ১, রায়না২ -২ জন আক্রান্ত হয়েছেন।

জেলায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৩৬০ জন। এই ১৩৬০ জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯৬৩ জন।

Related posts

মঙ্গলকোট থানার সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচী নতুনহাট বাজারে

E Zero Point

দুর্গাপুরে রবীন্দ্র নজরুল সন্ধ্যা

E Zero Point

আজ পূর্ব বর্ধমানে করোনা পজিটিভ – ৪৫

E Zero Point

মতামত দিন