জিরো পয়েন্ট নিউজ–কমল বড়া, মন্তেশ্বর, ২২ নভেম্বর ২০২৪ :
কালনা হসপিটালের পুলিশ ক্যাম্প ও কালনা হসপিটালের কর্মীদের যৌথ উদ্যোগে হসপিটালে রক্ত সংকট মেটানোর লক্ষ্যে, রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
শুক্রবার এই রক্তদান শিবিরে রক্তদান করেন কালনা হসপিটালে সুপার চন্দ্রশেখর মাইতি, অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাস সহ হসপিটাল এর বিভিন্ন কর্মী এবং কালনা থানার বিভিন্ন পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা।
এ প্রসঙ্গে কালনা হসপিটালের সুপার জানান, হসপিটালে রক্ত সংকট মেটানোর লক্ষ্যে পুলিশ ও কালনা হসপিটালের কর্মীদের যৌথ উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন।
এদিন রক্তদান শিবির শুরু হওয়ার পূর্বে কালনা হসপিটালে উপস্থিত হয়ে পুলিশ ও হসপিটাল কর্মীদের এই যৌথ উদ্যোগকে সাধুবাদ জানিয়েও গেছেন মন্ত্রী স্বপন দেবনাথ।