05/12/2023 : 9:18 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

চলন্ত মারুতি গাড়িতে আগুন মেমারিতে, প্রাণে বাঁচলেন যাত্রীরা

জিরো পয়েন্ট নিউজ, অতনু ঘোষ, ২০ নভেম্বর ২০২৩:


রবিবার সন্ধ্যায় সকলে যখন বিশ্বকাপ খেলা দেখতে ব্যস্ত ঠিক সেই মুহূর্তেই ঘটল এমন ঘটনা মেমারির দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের শুঁড়ো এলাকায়। রবিবার সন্ধ্যায় নাদন ঘাট থেকে মেমারির শুঁড়ো গ্রামে ফিরছিলেন চারজন যাত্রী ।জানা যায় যে বিয়ের দেখাশুনা করে তারা ফিরছিলেন শুঁড়ো গ্রামে । শুঁড়ো গ্রামে ঢোকার মুহূর্তেই হঠাৎই গাড়িতে আগুন ধরে যায় ।


চালকের বক্তব্যে জানা যায় যে গাড়িটি গ্যাসে চলছিল এবং গ্যাস থেকে পেট্রলে করতে যাওয়ার মুহূর্তে ঘটে এই দুর্ঘটনা।
স্থানীয়দের সহযোগিতায় প্রাণে বাঁচেন গাড়িতে থাকা চারজন যাত্রী এবং চালক । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই দমকলের একটি ইঞ্জিন এবং মেমারি থানার পুলিশ । দমকল বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে । এই ঘটনায় ব্যাপক চঞ্চলের ছড়িয়ে পড়েন মেমারির শুঁড়ো এলাকায় ।

Related posts

বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিলেন মন্ত্রী বেচারাম মান্না

E Zero Point

কামারকিতায় আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবিরের

E Zero Point

গরীবের ডাক্তার “নৈহাটির বিধান রায়” প্রয়াত

E Zero Point

মতামত দিন