05/05/2024 : 5:29 PM
অন্যান্য

মেমারি বিজেপির “ফোন পে চর্চা” কর্মসূচি

স্টাফ রিপোর্টার, মেমারিঃ সমগ্র দেশ তৃতীয় পর্যায়ের লকডাউনের জন্য তৈরি। করোনার প্রকোপ থেকে বাঁচতে সামাজিক দূরত্ব মেনে গৃহবন্দী থাকতে হবে এই ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

গৃহবন্দি বিজেপি কার্যকর্তাদের সাথে দূরভাষে কুশল বিনিময়ের লক্ষ‍্যে সারা দেশে শুরু হয়েছে “ফোন পে চর্চা” কর্মসূচি। আজ মেমারি শহর বিজেপির পক্ষ থেকে ৬০০ কার্যকর্তা সাথে ফোন পে চর্চা করা হলো । সকল কর্মী ও কার্যকর্তাকে ফোনের মাধ্যমে ভাল মন্দ খবর নেওয়া হলো ও রেশন ব্যাবস্থা ঠিক আছে কি না জানা হলো।

উক্ত  কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভাপতি মানস কুমার মন্ডল । সাধারণ সম্পাদক রাজা সিং ও স্বপন মজুমদার । সহ সভাপতি রামসরগুন চৌধুরী ও সম্পাদক বাবলু রায় ও সঞ্জিত সিং।

মেমারি বিজেপির সভাপতি মানস কুমার মন্ডল জানান যে , গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় রেশন নিয়ে দুর্নীতির খবর আসছে। আমরা মেমারি শহরে নজরদারি চালাচ্ছি এখনো পর্যন্ত কোন সমস্যা রেশন গ্রাহকদের হয়নি।

তিনি মেমারিবাসীকে লকডাউন মেনে চলার জন্য আবেদন করেছেন।

Related posts

করোনা মোকাবিলায় সঙ্কটকালীন মানবসম্পদ নিয়ে অনলাইন তথ্য ভান্ডারের সূচনা করলো সরকার

E Zero Point

লকডাউনের কারণে ১৪ এপ্রিল পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলবে না

E Zero Point

মিত্রোঁ….

E Zero Point

মতামত দিন