05/05/2024 : 1:45 AM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

তৃণমূল বিধায়ক শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে উপস্থিত, শুরু হয়েছে জল্পনা

বিশেষ প্রতিনিধি, মালদহঃ করোনার জেরে স্থগিত রয়েছে পুরসভা ভোট, বিধানসভা ভোট আসতে দেরি নেই, এরই মধ্যে বিজেপি এর শ্যামপ্রসাদ স্মরণানুষ্ঠানে হাজির হলেন তৃণমূল বিধায়ক এবং পুরসভার প্রশাসক নীহারঞ্জন ঘোষ। এর জেরে অস্বস্তিতে পড়েছেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। অবশ্য সেইসময় বিজেপি ছিলনা, ছিল জনসংঘ। এই জনসংঘের প্রতিষ্ঠাতা ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কাশ্মীর জেলে বন্দি থাকাকালীন মারা গিয়েছিলেন তিনি। তারপর আটের দশকের মাঝামাঝি সময়ে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পায় জনসংঘ, নাম হয় ‘ভারতীয় জনতা পার্টি'(বিজেপি)। মঙ্গলবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ৭০তম বলিদান দিবস। সেই উপলক্ষে বিভিন্ন জায়গায় স্মরণানুষ্ঠানের আয়োজন করে বিজেপি। মালদহ শহরের শ্যামাপ্রসাদ স্কোয়ারেও বিজেপির জেলা কমিটি অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে মালদহ উত্তর কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মূর্মূ, দলের রাজ্য সহ সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী এবং আরও অনেকেই উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পুরসভার প্রশাসক ও তৃণমূল বিধায়ক নিহাররঞ্জন ঘোষও। সেখানে তাঁকে সভাপতির পাশে চেয়ারে বসে থাকতে দেখা যায়। এরপরেই শোরগোল পরে যায় রাজনৈতিক মহলে। এই বিষয়ে তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষ বলেছেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কিনা, তাঁর জানা নেই। বাঙালি হিসেবে তাঁকে শ্রদ্ধা করেন, তাই পুরসভার পক্ষ থেকে সম্মান জানিয়েছেন।

Related posts

করোনা সংক্রমণ রোধে মেমারি পৌর শহরে দোকান খোলা নিয়ে নতুন নির্দেশিকা

E Zero Point

মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী

E Zero Point

উত্তরপ্রদেশে গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে বর্ধমানে তৃণমূলের সভা

E Zero Point

মতামত দিন