04/05/2024 : 4:24 AM
আমার দেশরাজনৈতিক

শত চেষ্টাতেও সত্‍পথে আনতে পারেননি ছেলেকে, গ্যাংস্টার বিকাশ দুবের শবদেহ দেখতে অস্বীকার মায়ের

বিশেষ প্রতিবেদনঃ ভারতে এনকাউন্টারের ঘটনা নতুন নয়। শুক্রবার সকালে বিকাশ দুবের মৃত্যুতে উঠতে শুরু করেছে একের পর এক প্রশ্ন। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। আর এমন গুনধর ছেলের কুকর্মের কথা জেনে গিয়েছে গোটা দেশ। উত্তরপ্রদেশের গ্যাংস্টার বিকাশ দুবের কার্যকলাপ এখন সংবাদ শিরোবামে। উত্তপ্ত রাজনীতির মঞ্চও। শুক্রবারই উজ্জয়িনী থেকে কানপুর ফেরার পথে এনকাউন্টারে মৃত্যু হয় গ্যাংস্টার বিকাশ দুবের। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই বিকাশ দুবের মা সরলা দেবী ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। মিডিয়ার শত আহ্বানেও কোনও সাড়া দেননি তিনি। জানিয়ে দেওয়া হয় সরলা দেবীর শরীর খারাপ হওয়ায় তিনি ঘরে শুয়ে আছেন। শুক্রবার বিকাশ দুবের মৃত্যুর খবর তার পরিবারকে জানানোর জন্য পুলিশের একটি টিমকে পাঠিয়ে দেওয়া হয় লখনউ এর কৃষ্ণনগর এলাকায় অবস্থিত সরলা দেবীর ছোটো ছেলের বাড়িতে। যদিও পুলিশের সঙ্গে কানপুর যেতে অস্বীকার করেন তিনি ও তার ছোটো ছেলে-বৌমা। এদিন তিনি পুলিশকে জানিয়ে দেন যে তিনি লখনউতেই ঠিক আছেন। পুলিশকে তিনি আরও জানান, ছেলের সঙ্গে তাঁর কোনও যোগ ছিল না । এর আগে পুলিশ যখন বিকাশ দুবেকে ধরেছিল তখন তিনি বলেছিলেন , পুলিশ যা ঠিক মনে করবে সেটাই করবে। গ্যাংস্টার বিকাশের মৃত্যুর পর তার বাড়ির কোনও সদস্যই হাসপাতালে পৌঁছয়নি। বিকাশের বাবা কানপুরেই আছে। তাই পোস্টমর্টেমের পর তার হাতে দেহ তুলে দেওয়ার কথা। কৃষ্ণানগরে বিকাশের বাড়ির বাইরে পুলিশের বড় দল মোতায়েন করা আছে।

Related posts

বেসরকারী হাসপাতালগুলির বেশী অর্থ নেওয়ার প্রবণতাকে নিয়ন্ত্রণ

E Zero Point

কত্থক সম্রাট পন্ডিত বিরজু মহারাজের পা থমকে গেল

E Zero Point

করোনায় স্কুল বন্ধ বলে অভিনব পদ্ধতিতে পাঠদান ঝাড়খণ্ডে

E Zero Point

মতামত দিন