04/05/2024 : 11:31 PM
পূর্ব বর্ধমানপূর্বস্থলী

পূর্বস্থলীতে ছাত্র-ছাত্রীদের শিক্ষা-সরঞ্জাম ও মাস্ক বিলি

আলেক শেখঃ ভারতের ছাত্র ফেডারেশন পূর্বস্থলী লোকাল কমিটির নিমদহ ইউনিটের উদ্যোগে সোমবার বেলেরহাট বাজারে প্রায় ১৭৮ জন দুঃস্থ ছাএ-ছাএীদের মাস্ক এবং শিক্ষা সামগ্রিক বিতরণ করা হয়েছে। এই লকডাউন পরিস্থিতিতে  ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় আগ্রহী করে তোলার  জন্য এই সামগ্রীগুলি তুলে দেন বাম বিধায়ক প্রদীপ কুমার সাহা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন–প্রবীর দেবনাথ, আশালতা পাত্র, অনন্য প্রমুখ। এই বিতরণী কর্মসূচি আগে  ইউজিসি নোটিশের বিরুদ্ধে সভা এবং এই নোটিশ  পোড়ানো হয়। তার আগে সংগঠনে পতাকা উত্তোলন করেন সংগঠনের নিমদহ ইউনিটের সভাপতি সৃজন বসাক। প্রতিবাদ সভায়  বক্তব্য রাখেন— বিধায়ক প্রদীপ কুমার  সাহা,  নয়ন দাস, অর্নিবান রায়চৌধুরীর,  রিকায় কাইস প্রমুখ।

Related posts

মেমারি পৌরসভার বিবেক চেতনা উৎসব পালন

E Zero Point

কালনায় জনবিরোধী নীতির বিরুদ্ধে সাইকেল মিছিল, সভা

E Zero Point

কৃষি আইনের বিরোধিতা করে ভাতারে বাম সংগঠনের পথ অবরোধ

E Zero Point

মতামত দিন