05/05/2024 : 7:52 AM
আমার বাংলাকলকাতা

আগামীকাল তৃণমূলের শহীদ দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল সভা

বিশেষ প্রতিবেদন, কলকাতা, ২০ জুলাই:


আগামীকাল ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস। ২১ পালন তৃণমূলের সব চেয়ে বড় রাজনৈতিক কর্মসূচি। স্বাভাবিকভাবেেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তার দিকেই তাকিয়ে রয়েছে দলের কর্মী-সমর্থক থেকে রাজনৈতিক মহল। করোনা পরিস্থিতির জেরে যেহেতু জমায়েত নিষিদ্ধ, তাই এবার ধর্মতলায় সমাবেশ না করে হবে ভার্চুয়াল সভা।

২০২১ ভোটের আগে এটাই শেষ ২১ জুলাইয়ের সভা। তাই কয়েকদিন তৃণমূল কর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন নেতারা। শহরের বিভিন্ন জায়গায় যেমন হোর্ডিং দেওয়া হয়েছে ঠিক তেমনই গ্রামে গ্রামে দেওয়াল লিখন এবং সোস‍্যাল নেটওয়ার্কেও তুমুল প্রচার পর্ব চলছে। তৃণমূল নেত্রীর নির্দেশমতো এবার প্রতি বুথে বুথে পালিত হবে শহিদ দিবস। প্রতি বুথে শহিদ বেদিও করা হয়েছে। আগামীকাল দুপুর দুটোর সময় সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাই উপলক্ষে সারাদিন ধরে তৃণমূলের নেতারা কেউ কেউ সোশ্যাল মিডিয়ায়, আবার কেউ কেউ লকডাউনের বিধিনিষেধ মেনে প্রস্তুতি সভা করেছেন।

Related posts

কালনায় রাখি বন্ধন উৎসব 

E Zero Point

বর্ধমানে বিজেপির পাল্টা রোড শো তৃণমূল যুব কংগ্রেসেরঃ সোহম চক্রবর্তীর রোড শো কার্যত জনসমুদ্র

E Zero Point

পূর্ব বর্ধমানে জেলবন্দী দুই আসামী করলেন বিয়ে

E Zero Point

মতামত দিন