30/04/2024 : 2:07 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

লালঝাণ্ডার তলে আসা মানুষের ঢল অব্যাহত পূর্বস্থলীতে

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, পূর্বস্থলী, ৪ অগস্ট ২০২০:


লালঝাণ্ডায় তলে আসা আজও আব্যাহত। মঙ্গলবার পূর্বস্থলী-১ নং পঞ্চায়েত সমিতির বগপুর গ্রাম পঞ্চায়েতের বচপুর গ্রামের দের শতাধিক পরিবার লালঝাণ্ডায় তলায় ফিরে আসেন। যার মধ্যে অধিকাংশ পরিযায়ী শ্রমিক।  গ্রামের মধ্যেই জমায়েত হয়ে তারা ঘোষণা করেন সিপিআইএম পার্টির কর্মী হিসাবে তারা কাজ করবেন। এই ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তরের বাম বিধায়ক প্রদীপ কুমার সাহা। যে গ্রামে ২০১১ সালের পর লালঝান্ডা বহন করার মতো কোন লোকজন ছিল না। সেই গ্রামেই এদিন জমায়েতের পর লালঝান্ডার মিছিল হয়। কেন এমন হল তা জানালেন– গ্রামবাসীরাই। জীবনের অভিজ্ঞতায়  প্রকৃত বন্ধুকে চিনিয়ে দিয়েছে। সম্পুর্ন সংখ্যালঘু অধ্যশিত এই গ্রামের দের শতাধিক পরিযায়ী শ্রমিক লকডাউনে কাজ হারিয়ে বাড়ি ফিরেছেন নিজেদের চেষ্টায়। বাড়ি ফিরে এসেও তাদের  কোন কাজ নেই। খাওয়ার কোন সংস্থান নেই।  কিছু রেশন আর ভাষণ ছাড়া আর কিছুই পাননি তারা। এই অবস্থায় তাদের পূর্ব অভিজ্ঞতা থেকে মনে হয়েছে– লালঝাণ্ডাই প্রকৃত বন্ধু হয়ে উঠতে পারে।   গত জুন মাসে পূর্বস্থলীর দোগাছিয়ার গাগড়া গ্রামে মানুষের  লালঝাণ্ডায় ফেরা শুরু হয়েছিল।   তারপর নিমদহ,  মন্তেশ্বরেও অন্য দল ছেড়ে লাল ঝাণ্ডার তলায় মানুষের ঢল নামে। সেই ঢল আজও অব্যাহত।

Related posts

‘আইনী সংবাদদাতা’ কলকাতায় সম্মানিত

E Zero Point

নেতাজীর জন্মদিবসে দূষণ মুক্ত রাষ্ট্রের ডাক

E Zero Point

বিজেপি সরকার ক্ষমতায় এলেই রাজ্যে চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্পঃ বিজেপি প্রার্থী রাজীব ভৌমিক

E Zero Point

মতামত দিন