29/03/2024 : 5:50 AM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

বিজেপির গ্রাম পঞ্চায়েত দখল করতে চলেছে তৃণমূল কংগ্রেস

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ৩ অগাষ্ট ২০২১:


কোতোয়ালি গ্রাম পঞ্চায়েত দখল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দুপুরে মালদা শহরের স্টেশন রোডে তৃণমূল কার্যালয়ে কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের ৮ নং সংসদের বিজেপি সদস্য বাবলু ঘোষ তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এর ফলে ম্যাজিক ফিগারে আসে তৃণমূল। ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের ১৫ টি আসনের মধ্যে ৬টি আসন দখল করে বিজেপি।৫ টি আসন পায় তৃণমূল এবং ৪টি আসন দখল করে কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করে প্রধান হয় কংগ্রেসের।


বিজেপি থেকে ৩ সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় তৃণমূলের মোট সংখ্যা দাঁড়ায় ৮।
এদিন তৃণমূল কংগ্রেস কার্যালয়ে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভানেত্রী প্রতিভা সিংহ, যুব নেতা শুভদীপ সান্যাল সহ অন্যান্য নেতৃত্ব। আগামী কিছুদিনের মধ্যে একক ভাবে কোতোয়ালি গ্রাম পঞ্চায়েত দখল করতে চলেছে তৃণমূল বলে জানান তৃণমূল কংগ্রেসের ব্লক সভানেত্রী প্রতিভা সিংহ।
বিজেপিতে থেকে মানুষের কাজ করতে পারছিলেন না বলে জানান বিজেপি ছেড়ে আসা বাবলু ঘোষ।

Related posts

মঙ্গলকোটে আশা কর্মীদের উপহার প্রদান ও গ্রন্থাগারে পুস্তক বিতরণ

E Zero Point

বোলপুরে ট্রেন থেকে অজয় নদীতে পড়ে রেলের গার্ডের রহস্যজনক মৃত্যু

E Zero Point

কালনার জনপ্রিয় নেতা শঙ্কর হালদার এখন বিজেপিতে

E Zero Point

মতামত দিন