29/04/2024 : 10:45 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি ষ্টেশনবাজারে পোষ্টার “মেমারীর জনগণ কি ভাবছেন?” – চাঞ্চল্য শহরে

জিরো পয়েন্ট নিউজ ডেক্স, নূর আহামেদ, মেমারি, ২৩ অগাস্ট ২০২০:


আজ সাত সকালে মেমারি রেলওয়ে ষ্টেশন থেকে বেড়িয়ে ষ্টেশনবাজারে আসার দিকে একটি দেওয়ালে কয়েকটি পোষ্টারকে দেখে পথচলতি মানুষের মধ্যে গুঞ্জন শুরু হয়ে যায়।


একটি পোষ্টারে লেখা আছে, “মানুষকে বিব্রত করতে পরিকল্পনাহীন লকডাউনের নামে পুলিশি জুলুম, অত্যাচার চলছে। মেমারীর জনগণ কি ভাবছেন? – প্রচারে পঙ্কজ, সরোজ” “স্বাধীন ভারতের পতকা তুলতে গিয়ে ২০২০ -র  ১৫ আগষ্ট তাকেই খুন হতে হয়! – মেমারীর জনগণ এবিষয়ে কি ভাবছেন? – প্রচারে পঙ্কজ, সরোজ”।
পথচলতি মানুষ মনে করছে এ হেন পোষ্টারে বিশেষ কোন রাজনৈতিক দলে নাম উল্লেখ করা না থাকলেও রাজনৈতিক কারণেই যে পোষ্টার লাগানো হয়েছে। পোষ্টারের বয়ান থেকেই তা স্পষ্ট।

 

Related posts

রাজ্যে ব্যাঙ্ক-বাজারের সময় বদল, করোনা নিয়ে বৈঠকে কি জানালেন মুখ্যমন্ত্রী

E Zero Point

‘কন্যাশ্রী’ পেল গলসীর তিন কন্যা

E Zero Point

সুনীল মন্ডলের কুশপুত্তলিকা দাহ মেমারিতে

E Zero Point

মতামত দিন