জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি, ২৮ এপ্রিল ২০২১:
সংক্রমণ হোক বা মৃত্যু। প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে পশ্চিমবঙ্গ। রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যাও ১ লক্ষ পেরিয়ে গিয়েছে। পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মেমারি ১ ও ২ ব্লক ও পৌরসভা এলাকাতেও গত একসপ্তাহে শতাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।
মেমারি হাসপাতালে করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য মানুষের ভিড় সমস্ত সামাজিক দূরত্ব যেমন ভুলতে বসেছে ঠিক তেমনই মেমারির পুরাতন ও নতুন সবজি বাজার সহ স্টেশন বাজার, নিউমার্কেট, কৃষ্ণবাজারের দোকানগুলিতেও মাস্ক ছাড়ায় কেনা-কাটা চলছে। রিস্কাৃ-টোটো তে অধিকাংশ মানুষই মাস্ক পরছেন না।
মেমারি পৌরশহরে অবস্থা আয়ত্তের বাইরে যাবার আগেই মেমারি পৌরসভা থেকে তাই সচেতনতা মূলক প্রচার করা হচ্ছে কয়েকদিন ধরেই।
পৌরসভার ট্রাফিক গার্ড প্রদীপ পাণ্ডে, তাপস মান্না, অয়ন জ্যোতি ব্যানার্জী, স্বপন বোয়াল, সুশান্ত কুমার দাস, শেখ আজিজুল রহমানদের একটিই প্রচেষ্টা বিগত দিনের মতো লকডাউন যাতে না হয়, করোনার দ্বিতীয় ঢেউ থেকে বাঁচার একটিই রাস্তা মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখা।
পৌরসভার পক্ষ থেকে তারা দোকানে দোকানে গিয়ে বোঝাচ্ছেন এমনকি রাস্তা টোটোচালকদের অনুরোধ করছেন যাতে মাস্কবিহীন যাত্রী তারা না বসায়।