02/05/2024 : 1:31 AM
আমার দেশ

কয়লা বিক্রির জন্য কয়লা খনির তালিকায় সংশোধন, ৩৮টি কয়লা খনি নিলামের প্রস্তাব

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, দিল্লী, ৩ সেপ্টেম্বর, ২০২০:


চলতি বছরের ১৮ই জুন বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলনের জন্য খনিগুলির নিলাম প্রক্রিয়া শুরু করা হয়েছিল।  চালু খনি থেকে কয়লা উত্তোলন  এবং খনন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নিলামে থাকা কয়লা খনিগুলির তালিকায় বেশকিছু সংশোধন করেছে কয়লা মন্ত্রক। সেগুলি হল-

ক) ১৯৫৭র খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) বা  এমএমডিআর আইনের অধীনে নিলামের প্রথম শাখায় দোলসারা, জড়াইকেলা এবং ঝাড়পালম-টাঙ্গারঘাট কয়লা খনি যুক্ত করা হয়েছে।

খ) ১৯৫৭র এমএমডিআর আইনের আওতায় নিলামের প্রথম স্থান থেকে মোরগা দক্ষিণ কয়লা খনির নাম প্রত্যাহার করে নেওয়া  হয়েছে।

গ) ২০১৫র সিএম (এসপি) আইনের  অধীনে নিলামের ১১তম শাখা থেকে ফতেপুর পূর্ব, মদনপুর (উত্তর), মোরগা-২ এবং সায়াং কয়লা খনিগুলির নাম প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

সুতরাং সিএম (এসপি) আইন ২০১৫র অধীনে ১১তম শাখা এবং এমএমডিআর আইন ১৯৫৭র আওতায় প্রথম নিলাম থেকে ৩৮টি  খনি থেকে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলনের জন্য নাম প্রস্তাব করা  হয়েছে।

Related posts

দেশে অক্সিজেন ট্যাঙ্কারের ঘাটতি মেটাতে কেন্দ্রীয় সরকার ১০ এমটি ও ২০ এতে মটি ক্ষমতা সম্পন্ন ২০ টি ক্রায়োজেনিক ট্যাঙ্কার আমদানি করেছে এবং তা রাজ্যগুলিকে বরাদ্দ করা হয়েছে

E Zero Point

৩৪ বছর পরে জাতীয় শিক্ষানীতিতে বদলঃ বিস্তারিত ভাবে জানুন

E Zero Point

দেশের মিডিয়ার মুখে কুলুপঃ ধর্ষিত দলিত তরুণীর মৃত্যু, দেশজুড়ে সোস্যাল মিডিয়াতে বিক্ষোভের ডাক

E Zero Point

মতামত দিন