06/05/2024 : 2:17 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

ড. শ্যামাপ্রসাদ মুখার্জি চর্চা কেন্দ্রের শিক্ষক দিবস উদযাপন মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক,  ৫ সেপ্টেম্বর, ২০২০:


একজন শিক্ষকের জীবনের একটিই ধর্ম শিক্ষাদান। শিক্ষকতার সময় তিনি তার জ্ঞানের আলো ছড়িয়ে দেন শিক্ষার্থীদের মধ্যে দেশগঠনের জন্য। আর সেই শিক্ষকদেরই সম্মান জানাতে আজ পালিত হল শিক্ষক দিবস। ড. শ্যামাপ্রসাদ মুখার্জি চর্চা কেন্দ্রের মেমারি শাখার উদ্যোগে মেমারি শহরে শিক্ষক দিবস উদযাপন করা হল।

উক্ত অনুষ্ঠানে ৩ জন জাতীয় শিক্ষক ড. প্রফুল্ল পান, চন্দ্র নারায়ন বৈরাগ্য, দিলীপ ভট্টাচার্যকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও ২০২০ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের প্রথম স্থান অধিকারী মেমারির অরিত্র পাল ও ক্ষুদে বৈজ্ঞানিক দিগন্তিকা বসুকেও সম্মানজ্ঞাপন করা হয়।

শিক্ষক দিবস উদযাপনে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক সেরিনা খাতুন, ভারতীয় জনতা পার্টীর রাজ্য কমিটির সদস্য ভীষ্ম দেব ভট্টাচার্য, বিজেপির পূর্ব বর্ধমান জেলার সহ সভাপতি বিশ্বজিৎ পোদ্দার, অসিত চৌধুরী, চন্দ্র শেখর সাউ ও প্রমুখ নেতৃবৃন্দ। বিদগ্ধ সাংবাদিক, জাতীয়তাবাদী লেখক রন্তিদেব সেনগুপ্ত প্রধান অতিথি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৌমিক পোদ্দার বিশেষ বক্তা হিসেবে আমন্ত্রিত ছিলেন।

Related posts

পুজোর আগেই চলবে দীঘা ও পুরী ট্রেন

E Zero Point

শ্রমিক দিবসে রাস্তাঘাট জীবাণুমুক্ত করার উদ্যোগ

E Zero Point

দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে হাবরা বিডিওর কাছে সিপিআইএম-এর ডেপুটেশন

E Zero Point

মতামত দিন